আমাদের একটা ভালো স্টার্টআপ আইডিয়া আছে। আমাদের ডেভেলপার টিম দরকার।

আমি এবং আমার ফ্রেন্ড আমাদের ফরেক্স মার্কেট নিয়ে একটা স্টার্টআপ করার ইচ্ছা। গ্লোবাল মার্কেটে আমাদের কম্পিটিটর একজন। তাই আমাদের জন্যে সহজ হবে তুলনামূলক মার্কেটিং করা। আমি মার্কেটার এবং এই অপারেশন পুরাটাই চালাবো। আমার বন্ধু ইস্তোনিয়া থাকে ডিজাইনার। ও সব ডিজাইন করবে। ৩ পার্টের পার্টনারশিপ থাকবে তাই সবাই মিলে কোনো ডিসিশন নিবো আমরা। আমরা চাইলে ফ্রিলেন্সার দিয়ে কাজ করাতে পারি কিন্তু একটা স্টার্টআপ ফ্রিলেন্সার দিয়ে করে হয়না। আমাদের ডেডিকেটেড টিম লাগবে যারা সমস্যা আসার সাথে সাথে ঐটা ঠিক করে দিবে। প্রজেক্ট অনেক ছোট। তবে কাজ আছে অনেক। সব মিলিয়ে ৪ ৫ পেজের ওয়েবসাইট। কেউ আগ্রহী থাকলে যোগাযোগ করতে পারেন। আমার মেইল [email protected]
ধন্যবাদ

2 Likes

আরেকটু বিস্তারিত লিখলে মনে হয় ভালো হতো ভাই। যেমন কি টাইপের লোক আপনারা চাচ্ছেন এবং ইনভেস্টমেন্ট লাগবে কিনা, তারপর সময় কেমন দিতে হবে।

সাইট কেমন হবে রিকুয়ারমেন্টসহ বললে সুবিধা হতো।

কি টাইপ বলতে আমরা চাচ্ছি যাদের ফুল স্টাক সম্পর্কে ধারণা আছে। যাদের ১ ২ টা স্টার্ট আপে কাজ করার অভিজ্ঞতা আছে। কারণ আমাদের প্রব্লেম খুজে বের করা থেকে শুরু করে প্রব্লেম সল্ভ করতে পারবে এইরকম মানুষ লাগবে। ইনভেস্টমেন্ট আলহামদুলিল্লাহ্‌ আপাতত দরকার নাই। সময় আমি ঠিক বলতে পারবো না। আমাদের MVP করার পরে যে ফিচার করা আনা দরকার এইগুলা আনতে যত সময় দেয়া দরকার। দিনে ৪ ঘন্টা তো লাগবেই।

www.fxreplay.com এইটা দেখলে বুঝবেন। এইটা আমাদের প্রতিধন্ধি।

ফরেক্স বাংলাদেশে অবৈধ। এই ব্যাপারে এখানে আলোচনা করা যাবে না।

2 Likes