বাংলাদেশে বাংলা ভাষায় কি নিউজলেটার বিজনেস শুরু করা যায়? প্রোপার গাইডলাইন কোথাও পাই নাই?

বাংলাদেশে বাংলা ভাষায় কি নিউজলেটার বিজনেস শুরু করা যায়? প্রোপার গাইডলাইন কোথাও পাই নাই।

1 Like

খালেদ ফারহান ভাই already একটা paid newsletter রান করছেন।
Newsletter এর একটা পর্ব এমন ছিল যে কিভাবে newsletter রান করবেন।
এছাড়া একটা ভিডিও তে ও উল্লেখ করেছিলেন কিভাবে newsletter বিজনেস রান করবেন।
তবে যেহেতু খালেদ ফারহান ভায়ের পরিচিতি বা জনপ্রিয়তা অনেক বেশি এজন্য সহজেই সেল generate করতে পেরেছেন। প্লাস অবশ্যই মার্কেট research তো করেছেন ই।
আপনি যদি স্টার্ট করতে চান, ফ্রী তেই শুরু করতে পারবেন তবে প্রপার মার্কেট research, niche research, demand না থাকলে demand তৈরি করে তারপর শুরু করতে পারেন ।

3 Likes

এটার সাথে কি পডকাস্ট এড করা যাবে? আলাদা ভাব৩ ফেসবুক ইউটিউবে?

অবশ্যই যাবে।
তবে লক্ষ্য রাখতে হবে

  • মার্কেট research
  • নিশ research
  • customer research
    ইত্যাদি ঠিক ভাবে করে আগাতে হবে