অনলাইনে কাজ করার জন্য নতুন ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার কেমন হওয়া চাই? বাজেট ৫০ হাজার থেকে ৭০ হাজার, এই দামে কোনটা নিলে ভালো হয়? ল্যাপটপ না ডেস্কটপ কম্পিউটার? ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবো, টুকটাক সাপোর্টিভ সফটওয়্যার, এডোবি সফটওয়্যারসহ, সিএমস (ওয়ার্ডপ্রেস, শফিফাই) যাতে স্মুথলি রান করা যায়, ভাইয়েরা সাজেশন দিয়ে সহযোগিতা করুন।
3 Likes
For desktop, Core i5 12 gen, 16 GB RAM, SSD is enough.
1 Like
If you are a student then go for laptop. You can ask only for portability. YES. Otherwise you will suffer .
1 Like
এই বাজেটে ডেস্কটপ নেওয়াটা ভালো। আপনি ইউটিউবে পিসি বিল্ডার বাংলাদেশ এর অনেক ভিডিও পাবেন। ওনাদেরকে বিস্তারিত লিখে ই-মেইল করতেও পারেন। আর যদি ল্যাপটপ ই লাগে তাহলে ঢাকাইয় কিছু প্রতিষ্ঠানে বিদেশ থেকে আনা ব্যবহৃত ল্যাপটপ পাওয়া যায়। সেখানে গেলে এই বাজেটে অনেক ভালো কনফিগারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন।
আপনি যে টুক টাক কাজের কথা বলছেন সেটা করার জন্যেও ১৬ জিবি র্যাম দরকার। সাথে সর্ব নিম্ন i5 অথবা ryzen 7 5700G দরকার।
আমার কয়েকটা জুনিয়র gadget 360 থেকে কিনেছিল। সার্ভিস ভালো ছিল।
1 Like