মেয়েদের জন্য অনলাইনে ক্যারিয়ারের ক্ষেত্রে কোন সেক্টর বাচাই করে স্কিল ডেভেলপ করতে পারে?

মেয়েদের জন্য অনলাইনে ক্যারিয়ারের ক্ষেত্রে কোন সেক্টর বাচাই করে স্কিল ডেভেলপ করতে পারে? আমার একজন কলিগ, উনার ওয়াইফের জন্য এই প্রশ্নটি আমাকে করেছে। ঊনাদের একজন বেবি আছে ছোট, পাশাপাশি অনলাইনে স্কিল ডেভেলপ করতে চাচ্ছে? কি নিয়ে এগুতে পারে বা কাজ শিখতে পারে?

3 Likes

প্রথমত মাথায় রাখতে হবে IT base কাজ করতে ইংরেজি জরুরী, ইংরেজিতে মোটামুটি ধারণা থাকলে কিছু ভিডিও দেখতে পারে, কিছুদিন পরে সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। একেকজন একেক টাইপের কাজ করতে পছন্দ করবে, কেউ ধারনা দিয়ে হয়তো খুব আগাতেই পারবে না।

1 Like

বাসায় বসে করতে চাইলে আর বেবি থাকলে যেই কাজে লম্বা সময় বসে থাকতে হয়না, মাঝে মাঝে ব্রেক নেওয়া যায়, এমন কাজ করা বেটার।

কনটেন্ট প্রডাকশন, SEO, কনটেন্ট এডিটিং, ডিজাইন বা ডেভেলপমেন্ট এর কাজে ফোকাস আনতে সময় লাগে। আর ব্রেক পড়লে বারবার উঠে কাজ করা ঝামেলা। কাস্টমার সাপোর্ট, সোশাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, সেলস ম্যানেজমেন্ট এই টাইপের কাজ সহজ হয়। Hubspot Academy তে অনেক ফ্রী কোর্স আছে, সেখান থেকে শুরু করা যায়।

1 Like

ডিজাইন রিলেটিড কিছু ট্রাই করে দেখতে পারেন। যদি গ্রাফিক্সে ভালো করেন, পরে ইউএক্সের দিকে যেতে পারবেন।

1 Like