শূন্য থেকে ব্লগিং শুরু করার স্টেপ-বাই-স্টেপ গাইডলাইন

একদম শূন্য থেকে ব্লগিং শুরু করে Adsense, Ezoic, Mediavine দিয়ে ইনকাম জন্য এইভাবে স্টেপ-বাই-স্টেপ চেষ্টা করতে পারেন। পথে নামলেই পথ চিনতে পারবেন। আগেই সবকিছু জানার কোনো দরকার নাই।

  • প্রথমে, একটা নিশ সিলেক্ট করতে হবে। আপনার ইন্টারেস্ট আছে এমন বিষয় নিয়ে কাজ করলে বেশিদিন ধরে কাজ করার আগ্রহ পাবেন। যেকোনো নিশই হতে পারে - খেলাধুলা, ফ্যাশন, টেকনোলজি, যা খুশি!

  • নিশ সিলেক্ট করার সময়, ভেবে দেখুন আপনি কোন বিষয়ে বেশি জানেন বা শেখার আগ্রহ আছে।আপনি যেই বিষয় নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে আগ্রহ পাবেন, এমন নিশ নেওয়াই উত্তম।

  • আপনার নিশ যদি অনেক বড় হয়, তাহলে এটির ভিতরের একটি ছোট অংশ নিয়ে শুরু করবেন। উদাহরণস্বরূপ, “ফ্যাশন” একটি বিশাল নিশ। এটিকে আরও স্পেসিফিক করে ছোট অংশে ভাগ করে কাজ করা ভালো । তাই, আপনি শুধুমাত্র “মহিলাদের শীতকালীন পোশাক” নিয়ে করতে পারেন। নিচে কন্টেন্ট প্ল্যানিং এর আইডিয়া দিয়েছি।

  • এবার একটা ডোমেইন ও হোস্টিং কিনে আপনার ব্লগ ওয়েবসাইট ডিজাইন করতে হবে। ওয়েবসাইটের ডিজাইন যেন ক্লিন ও ইউজার-ফ্রেন্ডলি হয়।

  • WordPress ব্যবহার করে সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। অনেক ফ্রি ও পেইড থিম আছে যেগুলো দিয়ে আপনি আপনার ওয়েবসাইটকে সুন্দর ভাবে ডিজাইন করতে পারবেন। প্রথমে ফ্রি থিম ব্যবহার করে করাই ভালো, যেমন - Astra, Kadence, Generatepress, OceanWp ইত্যাদি।

আপনার নিশ সম্পর্কিত টপিক নিয়ে কন্টেন্ট লিখতে শুরুর পালা। এখানেই আসল কাজ!

কি ধরণের কন্টেন্ট লিখবেন? (মহিলাদের শীতকালীন পোশাক এর আলোকে)

  • বিভিন্ন ধরণের শীতকালীন পোশাক - সোয়েটার, জ্যাকেট, কোট, মাফলার, টুপি ইত্যাদি নিয়ে আলাদা আলাদা পোস্ট লিখতে পারেন।

  • পোশাকের ম্যাটেরিয়াল - উল, ক্যাশ্মিয়ার, ফ্লিস ইত্যাদি উপাদানের গুণাগুণ এবং কোন ধরণের পোশাকের জন্য কোন ম্যাটেরিয়াল উপযুক্ত তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন।

  • শীতকালীন পোশাকের ট্রেন্ড - বর্তমানে কোন ধরণের পোশাক ট্রেন্ডিং তা নিয়ে লিখতে পারেন।

  • কোথায় পাবেন - বিভিন্ন অনলাইন এবং অফলাইন দোকানের তথ্য দিতে পারেন যেখানে ভালো মানের শীতকালীন পোশাক পাওয়া যায়।

  • পোশাকের যত্ন - শীতকালীন পোশাক কিভাবে ধোয়া, সংরক্ষণ করা ইত্যাদি নিয়ে টিপস দিতে পারেন।

কিভাবে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট লিখবেন?

  • ইউজার কথা ভেবে লিখবেন। আপনার কন্টেন্ট কাদের জন্য লিখছেন তা মনে রাখুন। তাদের যেন কন্টেন্ট পড়ে উপকার হয়, প্রব্লেম এর সল্যুশন হয়।

  • সহজ ওয়ার্ড/সেন্টেন্স ব্যবহার করবেন। যাতে সবাই বুঝতে পারে। আপনার কন্টেন্ট পড়তে গেলে যদি পাশাপাশি ডিকশনারি খুলে রাখতে হয়, তাহলে কিন্তু সমস্যা।

  • ছোট ছোট প্যারাগ্রাফ লিখার চেষ্টা করবেন । এতে পড়তে সুবিধা হয়।

  • হেডিং ও সাব-হেডিং ব্যবহার করবেন, কন্টেন্টকে সুন্দর ভাবে সাজানোর জন্য।

  • ছবি ও ভিডিও এড করবেন । এতে কন্টেন্ট আরও আকর্ষণীয় হবে। রিডার সহজেই আকৃষ্ট হয়ে যাবে।

  • কপি করবেন না । সবসময় নিজের মতো করে লিখবেন। এইখানে AI টুলস এর সাহায্য নিতে পারেন । তাহলে সহজেই কন্টেন্ট স্ট্রাকচার তৈরি করতে পারবেন।

এভাবে সঠিকভাবে কিছু কন্টেন্ট লেখার পর Google Adsense এ এপ্লাই করবেন।

Adsense এপ্রুভাল পেলে আপনার ওয়েবসাইটে এড প্লেস করে নিবেন । তারপর আপনার ব্লগে যথেষ্ট ট্রাফিক হলে Ezoic বা Mediavine এ এপ্লাই করতে পারেন। Ezoic এবং Mediavine Adsense এর চেয়ে বেশি ইনকাম দেয় সাধারণত।

Pinterest, Medium, Quora, Reddit এবং ফোরামে আপনার কন্টেন্ট শেয়ার করে মার্কেটিং করার চেষ্টা করবেন। এখন SEO এর নানা বিষয় শিখে Google এ র‍্যাঙ্ক করার জন্য এখন প্রস্তুতি নিবেন। ট্রাই করতে থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

এইভাবে জাস্ট শুরু করতে পারলে নেক্সট একমাসের মধ্যেই অনেক কিছু করে ফেলেছেন, চেক করে দেইখেন। আজ থেকে শুরু করলে নভেম্বরেই এর প্রমাণ পাবেন,ইনশা-আল্লাহ। মনে রাখবেন, শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ!

10 Likes

Just starting out, bhai.

ভাই খুবেই ভালো হয়েছে লেখাটা, নেক্সট জানতে চাই বর্তমানে এডসেন্স এপ্রুভের ক্ষেত্রে অনেক সময় নেয় এবং ২-৩ বার রিভাইসের পরে এপ্রুভ দেয়। এটা থেকে কিভাবে প্রথম রিভিওতেই এপ্রুভাল পাওয়া যায়- কিছু টিপস।

অনেক ধন্যবাদ ভাইয়া জাজাকাল্লাহ খইরান।