সেল্ফ-ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়নের জার্নিতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কন্সিসটেন্সি!
আপনি সিদ্ধান্ত নিলেন আগামী ৩০ দিন নিজেকে উন্নত করতে বই পড়বেন। সে ক্ষেত্রে মোটিবেটেড হয়ে এক দিনে ১০০ পৃষ্ঠা বই পড়ে পরবর্তী দুই সাপ্তাহ বইয়ের দিকে না ফিরে তাকানোর চেয়ে— প্রতিদিন অল্প অল্প করে ৩০ দিন পড়ে যাওয়া অনেক উত্তম।
সেল্ফ ডেভেলপমেন্ট জার্নিতে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে,
© একদিনে ১০০ পৃষ্ঠার পরিবর্তে অন্তত ৩০ পৃষ্ঠা করে টানা ৩০ দিন পড়তে হবে।
© একদিনে ১০ কিলোমিটার না দৌঁড়ে প্রতিদিন ৫০০ মিটার করে টানা ৩০ দিন দৌঁড়াতে হবে।
© এক দিনেই স্মার্টফোন ব্যবহার বন্ধ না করে ধীরে ধীরে ৩০ দিন ধরে কমাতে হবে।
© একদিনেই ভোরে উঠার থেকে একটু একটু করে সময় এগিয়ে আনতে হবে।
© একদিনেই ১০ ঘন্টা একাডেমিক পড়াশোনার পরিবর্তে প্রতিদিন ২ ঘন্টা করে ৩০ দিন পড়ে যেতে হবে।
© এক দিনেই একটা বই লেখার পরিবর্তে ৩০ দিন ধরে একটু একটু করে লিখে যেতে হবে।
আপনি প্রচন্ড মেধাবী, একদিন পড়াশোনা করে বাকী ৩০ দিন আর খোঁজ থাকে না। অন্যদিকে একজন এভারেইজ মেধাবী, সে একটু একটু করে ৩০ দিন ধরে পড়ে যায়। পরিক্ষার রেজাল্টে দেখা যায়, আপনার থেকে সেই ভালো রেজাল্ট করে বসে আছে। তার কারণ কন্সেসটেন্সি!