ওয়ার্ডপ্রেসের ফর্ম প্লাগিন গুলো এখন আর শুধুমাত্র কনট্যাক্ট ফর্মেই সীমাবদ্ধ নেই। বর্তমানে আপনি ফর্ম প্লাগিন দিয়ে বুকিং, সাবস্ক্রিপশন, CRM ইন্টিগ্রেশন, প্রোডাক্টস বিক্রি সহ কি না করা যায়! চাইলে আপনি ফর্ম প্লাগিনের API ইউজ নিজের মতো ইন্টিগ্রেশন ও করতে পারবেন।
ফ্রি নাকি লাইট?
ওয়ার্ডপ্রেসের অনেক ফ্রি ফর্ম প্লাগিন আছে। কিন্তু বেশিরভাগই ফ্রি না, আসলে লাইট ভার্সন। সরাসরি বললে ওয়ার্ডপ্রেসের অর্গে পাওয়া প্লাগিন টা থাকে লিমিটেড ফিচার সহ লাইট ভার্সন, যেখানে আপনি অনেক কিছুই পাবেন না। পেইড ভার্সন কিনে ফুল ফিচার গুলো আনলক করতে হয়।
লিমিটেড ফিল্ডস
আবার প্লাগিনের নামে “Lite” না থাকলেও নিচের প্লাগিন গুলোর সব ফিল্ডস, সেটিংস বা অপশনস যেমন ফর্ম সাবমিশন, reCaptcha, প্রি-মেড ফর্ম টেমপ্লেট, ফর্ম সাবমিশন এক্সপোর্ট, করতে দেয় না। অনেক বেসিক ফিল্ডও লক অবস্থায় থাকে। শুধুমাত্র প্রো ভার্সন ইনস্টল করলেই সকল ফিল্ডস ইউজ করতে দেয়।
- Bit Form (43 total fields, 7 locked fields)
- Mollie, Advanced, Singature, PayPal, RazorPay, Stripe, Draft Button
- Fluent Forms (48 total fields, 27 locked fields)
- Image Upload, File Upload, Phone, reCaptcha, hCaptcha, Turnstile, Shortcode, Action Hook, Form Step, Ratings, Checkable Grid, Range Slider, Net Promoter Score, Chained Select, Color Picker, Repeat Field, Post/CPT Selection, Quiz Score, Rich Text Input, Save & Resume, Payment Item, Subscription, Custom Payment Amount, Item Quantity, Payment Method, Payment Summary, Coupon
- Formidable Forms (42 total fields, 27 locked fields)
- File Upload, Rich Text, Time, Star Rating, Toggle, Lookup, Section, Embed Form, NPS, Tags, Summary, AI, Ranking, Date, Scale, Slider, Dynamic, Repeater, Page Break, Likert Scale, Password, Address, Signature, Appointment, Product, Quantity, Total
- Forminator Forms (29 total fields, 1 locked field)
- eSignature
- Ninja Forms (30 total fields, 2 locked fields)
- File Upload, Save
- weForms (31 total fields, 16 locked fields)
- Repeat Field, Numeric Field, File Upload, Address Field, Country List, Google Map, Step Start, reCaptcha, Shortcode, HP Anti-Spam, Action Hooks, Terms and Conditions, Ratings, Linear Scale, Checkbox Grid, Multiple Choice Grid
- WPForms Lite (40 total fields, 24 locked fields)
- Phone, Date / Time, File Upload, Layout, Page Break, Rich Text, HTML, Rating, Custom Captcha, Likert Scale, Address, Website / URL, Password, Repeater, Section Divider, Content, Entry Preview, Hidden Field, Signature, Net Promoter Score, PayPal Commerce, Square, Authorize.net, Coupon
- WS Form Lite (55 total fields, 35 unavailable field)
Formidable Forms Date field locked
WPForms Entries locked
weForms locked some essential fields
ফ্রি অ্যাড-অনস
একটা ফর্ম প্লাগিন কতটা ডেভেলপার ফ্রেন্ডলি সেটা কমিউনিটি অ্যাড-অনস দেখলে কিছুটা আঁচ পাওয়া যায়। অনেক ফর্ম প্লাগিনের ডকুমেন্টেশন খুবই রিচ, কিন্তু থার্ড পার্টি ডেভেলপারদের জন্য ডেভেলপার লাইসেন্স, কিংবা অ্যাড-অনস ডেভেলপমেন্টে কোন প্রকার সাপোর্ট প্রদান করেনা। ওয়ার্ডপ্রেস অর্গে Fluent Forms, Formidable, Forminator, Ninja Forms, ও WPForms প্লাগিন গুলোর বেশ কিছু থার্ড পার্টি প্লাগিন বা অ্যাড-অনস পাওয়া যায়, যা প্লাগিনের ডিফল্ট ফিচার গুলো এক্সটেন্ড করতে সাহায্য করে।
কাস্টমার সাপোর্ট
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে প্লাগিনের সাপোর্ট নিয়ে। দেখা গেল আমি কোন ঝামেলায় পড়লাম, কিন্তু হেল্প পাওয়ার সুযোগ নাই। ফ্রি ফর্ম প্লাগিন গুলো আপনাকে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস অর্গের সাপোর্ট ফোরামেই সাপোর্ট দিবে, আর সেটা সব সময় লো প্রায়োরিটি তে থাকে। ফলে অনেক সময় আর্জেন্ট ইস্যুতে লম্বা সময় টিকিট ওপেন করে বসে থাকতে হয়। আবার যেহেতু ওয়ার্ডপ্রেস ফোরামের কিছু নির্দিষ্ট রুলস আছে, যেগুলোর বাহিরে গিয়ে প্লাগিন কোম্পানি গুলো সাপোর্ট অফার করতে পারে না, তাই আপনার সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে অনেক লিমিটেশন থাকে।
ফ্রি ফিচার গুলোর তুলনা
Plugin Name | Math Calculation | Manage Entries | Embed Entries | Free Templates | Input Mask | Support Channel | WPML Support |
---|---|---|---|---|---|---|---|
Bit Form | ![]() |
![]() |
![]() |
Limited | ![]() |
Forum | ![]() |
Fluent Forms | ![]() |
![]() |
![]() |
Limited | ![]() |
Forum | ![]() |
Formidable Forms | ![]() |
![]() |
![]() |
Limited | ![]() |
Forum | ![]() |
Forminator Forms | ![]() |
![]() |
![]() |
Limited | ![]() |
Forum | ![]() |
Ninja Forms | ![]() |
![]() |
![]() |
All | ![]() |
Forum & Ticket | ![]() |
weForms | ![]() |
![]() |
![]() |
Limited | ![]() |
Forum | ![]() |
WPForms Lite | ![]() |
![]() |
![]() |
Limited | ![]() |
Forum | ![]() |
WS Form Lite | ![]() |
![]() |
![]() |
All | ![]() |
Forum | ![]() |
ফর্ম নির্বাচন
উপরের সব বিষয় বিবেচনায় Ninja Forms প্লাগিন আমাদের সকল ফিল্ডস ফ্রিতে ইউজ করতে দিচ্ছে। কোন ফিচার এক্সেস করার জন্য প্রো ভার্সনের দরকার নাই, আর ওরা প্রো ভার্সন সেল ও করে না। আপনি যেকোন reCaptcha, ফর্ম সাবমিশন, সাবমিশন এক্সপোর্ট থেকে শুরু করে প্রি মেড টেমপ্লেট গুলোও ফ্রিতে পাবেন। কোথাও আপনাকে প্রো ভার্সনে আপগ্রেড করার নোটিস দেখাবে না।
আর আপনি ফ্রি ইউজার হলেও ওদের ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে সাপোর্ট পাবেন ওয়ার্ডপ্রেস অর্গের সাপোর্ট ফোরাম সহ। তার মানে কোন আর্জেন্ট ইস্যুতে আপনাকে টিকিট ওপেন করে বসে থাকা লাগবে না লিমিটেড সাপোর্ট পাওয়ার জন্য।
নোট: উপরের কোন তথ্য ভুল থাকলে কমেন্ট করে জানাবেন, আমি এডিট করে দিব। আমার পোস্ট লেখার পর কোন ফর্মে নতুন কোন ফিচার অ্যাড সেটাও জানাতে পারেন। ধন্যবাদ।
মূল লেখা: Let’s find out the best FREE WordPress Form plugin