শপিফাই থিম ডেভেলপমেন্ট শিখুন

শপিফাই থিম ডেভেলপমেন্ট হতে পারে একটি চমৎকার স্কিল। এটা শিখতে কঠিন না খুব। এইচটিএমএল সিএসএস (টেইলউইন্ড হলে ভালো) আর জাভাস্ক্রীপ্ট জানা থাকলেই আপনি শুরু করে দিতে পারেন।

বর্তমানে শপিফাই অনেক জনপ্রিয়। আপনি থিম ডেভেলপমেন্ট শিখলে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। তাছাড়া অনেক ক্লায়েন্টেরই কাস্টমাইজেশন সার্ভিস প্রয়োজন হয়। আস্তে আস্তে প্রফেশনাল হয়ে গেলে আপনি নিজেও শপিফাই এর জন্য থিম বানিয়ে তাদের মার্কেটপ্লেসে সেল করতে পারবেন। জিনিসটা কঠিন হলে অসম্ভব নয়। আবার বাংলাদেশি অনেক কোম্পানী এখন শপিফাই নিয়ে কাজ করছে, সেখানেও জব করতে পারেন।

আজকে আপনাদের জন্য শপিফাই থিম ডেভেলপমেন্টের একটা প্লেলিস্ট শেয়ার করছি যেখানে থেকে আপনি আপনার শুরুটা করতে পারেন।

আপনার কাছে কোন রিসোর্সের সন্ধান থাকলে এই টপিকের কমেন্টে দিতে পারেন।

49 Likes

ইংরেজিতে ছোট ছোট ভিডিওতে উনি খুব সুন্দর এক্সপ্লেইন করেন - https://youtube.com/playlist?list=PL-LRDpVN2fZCZdGt6N2g7Ykl0lRFXFE7H&si=nyqFj9rbIOaMyKrK

বাংলায় বিগিনার ফ্রেন্ডলি একটা সিরিজ আছে - https://www.youtube.com/playlist?list=PLfI8QRVAD8cfkOlqxnQAje8SjxodGcFzi

হাতে কলমে একবারে নতুনদের জন্য শপিফাই লিকুইড এর ভিডিও আছে এই প্লেলিস্ট এ - https://www.youtube.com/playlist?list=PL-to22yuZSLvy03dSAYaTUzD6bq9JQyYH

এছাড়াও - এই দুটি চ্যানেল এও খুব ভালো ভালো ভিডিও পাওয়া যায়।

7 Likes

বেসিক লিকুইড সিরিজ [লিংক]
(https://youtube.com/playlist?list=PLWLQUO5gDA90_CiZuSGxkFAjpcQ6vPHjP&si=-Qk1CyURGoLGwHZs)

2 Likes

Banglay Shekhar jonno best.

2 Likes

Those both channels are also very informative for beginners

3 Likes

Vai, thanks for sharing this valuable tutorial :heart_eyes:

Coding with Robby এর এই প্লে লিস্টটাও ভাল। তবে এখানে সিকোয়েন্স নাই, তাই ভিডিওর টপিক দেখে নিতে হবে।

শপিফাইয়ের টেম্পলেট ইঞ্জিন হল লিকুইড। এটা লিকুইডের একটা ডক/চিটশীট টাইপ পেজ, লিকুইড শেখার জন্য একটা ভাল জায়গা।

1 Like

This is also best channel for shopify development