শপিফাই থিম ডেভেলপমেন্ট হতে পারে একটি চমৎকার স্কিল। এটা শিখতে কঠিন না খুব। এইচটিএমএল সিএসএস (টেইলউইন্ড হলে ভালো) আর জাভাস্ক্রীপ্ট জানা থাকলেই আপনি শুরু করে দিতে পারেন।
বর্তমানে শপিফাই অনেক জনপ্রিয়। আপনি থিম ডেভেলপমেন্ট শিখলে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। তাছাড়া অনেক ক্লায়েন্টেরই কাস্টমাইজেশন সার্ভিস প্রয়োজন হয়। আস্তে আস্তে প্রফেশনাল হয়ে গেলে আপনি নিজেও শপিফাই এর জন্য থিম বানিয়ে তাদের মার্কেটপ্লেসে সেল করতে পারবেন। জিনিসটা কঠিন হলে অসম্ভব নয়। আবার বাংলাদেশি অনেক কোম্পানী এখন শপিফাই নিয়ে কাজ করছে, সেখানেও জব করতে পারেন।
আজকে আপনাদের জন্য শপিফাই থিম ডেভেলপমেন্টের একটা প্লেলিস্ট শেয়ার করছি যেখানে থেকে আপনি আপনার শুরুটা করতে পারেন।
আপনার কাছে কোন রিসোর্সের সন্ধান থাকলে এই টপিকের কমেন্টে দিতে পারেন।