পথ খুজে পেতে সহযোগিতা করুন ।

আসসালামু ওয়ালাইকুম।
আমি শুফীয়ান সোহাগ,কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। ইন্টার্নি করেছিলাম ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে তবে ইন্টার্নির শুরুতে করোনা প্যান্ডেমিক আরম্ভ হলে গ্রামে চলে যাই ফলে পুরোপুরি শিখতে পারিনি।

করোনা পরবর্তি সময়ে পারিবারিক প্রেশারে একটা কোম্পানিতে ফিল্ড এজেন্ট হিসেবে জবে ঢুকে যাই। ৫ মাসের মতো প্রথম জব টা করি । ঐ জবের সুবাদে অফলাইন মার্কেটিং / ক্লাইন্ট হ্যান্ডেলিং / কমিউনিকেশন ব্যাপারটা খুব ভালোভাবে আয়ত্ব করতে পেরেছি । কিন্তু আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেহেতু কম্পিউটার ডিপার্টমেন্ট সেহেতু টেক ইন্ডাস্ট্রির প্রতি আমার শুরু থেকেই ইন্টারেস্ট ছিলো।

ফিল্ড এজেন্ট হিসেবে জব চলাকালীন সময়ে আমি আল্লাহর রহমতে দ্বীনের বুঝ পাই এবং তখন অফিসের ফ্রি মিক্সিং পরিবেশ এবং ঢাকার রাস্তা ঘাটের পরিবেশ আমার খুব বিরক্ত লাগতো। আমার অফিস ছিলো বনানীতে,অফিসের মেয়ে কলিগদের কালচার অত্যন্ত বেদনাদায়ক লাগতো, তারা বেলকুনিতে দাঁড়িয়ে স্মোকিং করতো ও অন্যান্য আরো কিছু বদ অভ্যাস ছিলো যেগুলো আমার খুব অসহ্য লাগতো। তাদের সাথে কাজ করতে একেবারে অসহ্য হয়ে ঐ জব টা ছেড়ে দেই ।

পরবর্তিতে একটা ট্রেনিং ইনস্টিটিউটে অফলাইন + অনলাইন মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি। সেখানেও ফ্রি মিক্সিং পরিবেশের কারনে ৫/৬ মাসের বেশি স্টে করিনি ।

এরপর একটা অনলাইন এডুকেশন প্লাটফর্মে যুক্ত হই এবং সেখানে পরিবেশ ভালো ছিলো বিধায় ২ বছর ৮ মাস জব করি সোস্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। সব চাকরির ভিতর দিয়ে বহুবার চেষ্টা করেছি টেক রিলেটেড কোনো না কোনো টপিকের উপর স্কিল ডেভেলপ করার জন্য। অনেক অনেক প্লাটফর্মের পেইড কোর্সে ভর্তি হয়েছি কোনো টাই শেষ করতে পারিনি। লং টাইম ডিউটি কাজের প্রেশার নানা কারনে কোনো টপিকের উপরই স্কিল ডেভেলপ করতে সক্ষম হইনি ।

রানিং মাসে একটা স্টাডি এব্রোড এজেন্সিতে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে জয়েন করেছি । আমি যেখানেই যে সেক্টরে জব করেছি সেখানেই আলহামদুলিল্লাহ বেটার পারফর্মেন্স দেখাতে সক্ষম হয়েছি । কিন্তু দিন শেষে আমার ভিতর থেকে সবসময় একটাই চাওয়া আমি টেক ইন্ডাস্ট্রির হয়ে কাজ করবো । কেননা আমার ভালোলাগা কেবল টেক ইন্ডাস্ট্রিকে ঘিরেই । টেক ইন্ডাস্ট্রির অনেককেই আমি অনেক আগে থেকে ফলো করি । আমার কাছে টেক ইন্ডাস্ট্রির কালচার টাই সবচেয়ে বেশি ভালো লাগে । কিন্তু দুঃখের বিষয় এখনো কোনো টেক কোম্পানির হয়ে কোনো কাজ করতে পারিনি ।

আমি সদ্য বিবাহিত এবং আমার বয়স ২৭ বছর । কয়েক টা কোম্পানিতে জবের অভিজ্ঞতা হয়েছে। এমতাবস্থায় আমার জন্য আপনার পক্ষ থেকে পরামর্শ আশা করছি। কিভাবে কোন কোন পদক্ষেপে টেক ইন্ডাস্ট্রির কালচারের সাথে যুক্ত হতে পারবো ।

ভুল ত্রুটি ক্ষমা করবেন।
জাজাকাল্লাহু খাইরান ।

এখন কি চান? মানে কিছু শিখতে চাচ্ছেন সেটা ফাইনাল করেছেন জানলে সেই অনুযায়ী পরামর্শ দিতে পারতো সবাই।

1 Like

সেটাই বুঝতে পারছি না যে আমার এখন কোন টপিক টা শেখা উচিত যেটার উপর ভর করে কোনো টেক কোম্পানিতে যুক্ত হতে পারবো ।

বুঝতে পারছি না যে আমার এখন কোন টপিক টা শেখা উচিত যেটার উপর ভর করে কোনো টেক কোম্পানিতে যুক্ত হতে পারবো ।

নিচের লিস্ট থেকে যেতে পারেন

১। ইংরেজি শিখুন
২। ডিজিটাল স্কিল নির্বাচন করুন (আমার পছন্দ ওয়েব ডেভেলপমেন্ট, এপ ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন)।
৩। শেখা শুরু করে দিন। গাইডলাইন অনলাইনেই পেয়ে যাবেন।

4 Likes