উকমার্স অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস। এটাকে ব্যবহার করে মিলিয়ন ডলার সেল এর সাইটও আমি তৈরি করেছি। উকমার্সের রিসোর্স একটু দুর্লভ। উকমার্সে শেখার জন্য দারুণ পছন্দের একটি ওয়েবসাইট হল বিজনেস ব্লুমার।
এই সাইট থেকে আমি উকমার্সের বিভিন্ন খুটিনাটি জিনিসগুলা শিখতে পেরেছি। তাছাড়া তাদের ভিজুয়াল হুক গাইডগুলা একেবারে লাইফসেভিং হিসেবে কাজ করে।
আপনার কাছে উকমার্সের কোন রিসোর্স থাকলে শেয়ার করবেন।
ধন্যবাদ ভাই এদের মেম্বারশিপ নিলে মনে হয় কোর্স পাবলিশ করে কিছু দিন পর পর, তবে এদের কোর্স গুলা করতে হলে ভালো পূর্ববর্তী জ্ঞান লাগবে মনে হয় আর জাভাস্ক্রিপ্ট ও জানা লাগবে ।