উকমার্স শেখার জন্য দারুণ একটা ওয়েবসাইট

উকমার্স অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস। এটাকে ব্যবহার করে মিলিয়ন ডলার সেল এর সাইটও আমি তৈরি করেছি। উকমার্সের রিসোর্স একটু দুর্লভ। উকমার্সে শেখার জন্য দারুণ পছন্দের একটি ওয়েবসাইট হল বিজনেস ব্লুমার।

এই সাইট থেকে আমি উকমার্সের বিভিন্ন খুটিনাটি জিনিসগুলা শিখতে পেরেছি। তাছাড়া তাদের ভিজুয়াল হুক গাইডগুলা একেবারে লাইফসেভিং হিসেবে কাজ করে।

আপনার কাছে উকমার্সের কোন রিসোর্স থাকলে শেয়ার করবেন।

41 Likes

অনেক ভালো একটা রিসোর্স ভাই। ধন্যবাদ শেয়ার কারার জন্য।

ধন্যবাদ পোস্টটির জন্য! বিজনেস ব্লুমার সত্যিই অসাধারণ একটি রিসোর্স।

2 Likes

সেরা ভাই, সেরা। :wink:

অনেক স্নিপ্পেট ইউজ করেছি এই সাইট থেকে :slight_smile:

2 Likes

সত্যি বলব,এই ধরনের কিছু খুজতেছিলাম। অনেক অনেক ধন্যবাদ

দারুন একটি রিসোর্স! আমিও চেষ্টা করবো এরকম কিছু শেয়ার করার।

দারুণ একটা রিসোর্স, এখান থেকে স্নিপ্পেট কপি করে কাস্টম প্লাগিন বানায় ফেলতাম!

Misha Rudrastyh-এর ব্লগটাও দারুণ। অনেক কিছু ডিটেইল দেয়া আছে।

1 Like

ধন্যবাদ ভাই এদের মেম্বারশিপ নিলে মনে হয় কোর্স পাবলিশ করে কিছু দিন পর পর, তবে এদের কোর্স গুলা করতে হলে ভালো পূর্ববর্তী জ্ঞান লাগবে মনে হয় আর জাভাস্ক্রিপ্ট ও জানা লাগবে ।