আমি একটু আগে ডিজিটাল ওশান স্পেস সেটাপ করেছি WP Offload Media Lite প্লাগিন দিয়ে। নতুন আপলোড করা সকল মিডিয়া ফাইল স্পেসে যাচ্ছে ঠিকভাবেই। পুরোনো সকল ফোল্ডারের (wp-content/uploads/) ইমেজো ঠিকভাবে ম্যানুয়ালি আমার S3 তে আপলোড করেছি এবং লোকাল সার্ভার থেকে সেই ফোল্ডারটি ডিলেট করেছি। কিন্তু Digital ocean বাকেটের লিংক মিডিয়া ফাইলের যায়গায় রিরাইট হয়নি। রিরাইট কি ম্যানুয়ালি করতে হবে আমাকে প্রতিটি ফোল্ডার আপলোডের পর? আর কিভাবে ম্যানুয়ালি রিরাইট করবো?