হাহা না দিতে পেরে অনেকেই কষ্টে ছিলেন। তাদের জন্য রিএকশন সুবিধা যুক্ত করা হয়েছে।
35 Likes
টেস্ট করে দেখলাম, কাজ করে কি না?
5 Likes
তাই বলে হাহা দিবেন?
6 Likes
না দিলে তো বুঝব না, কাজ করে কিনা
ভাই, angry react ভালো লাগে না। তার থেকে unlike react দিলে লোকেদের মধ্যে ঝামেলা লাগে না।
React এর নিচে বাংলা কথা লেখা থাকলে বেশ interesting দেখায়। যেমন: ভালো বলেছ, দুঃখিত, একমত, দারুণ এইরকম কিছু। অপার ভাই একটা education community launch করেছে। ওখানে এমন interesting কিছু জিনিস ছিল।
চাইলে দেখে আসতে পারেন:
4 Likes
সাজেশনের জন্য ধন্যবাদ ভাই। উনার কমিউনিটিটা আসলে ফেসবুকের মত সোস্যাল সাইটের মত। কিন্তু আমরা ফোরাম স্টাইলে করেছি।
4 Likes
জি ভাই, ধন্যবাদ। বুঝতে পেরেছি💐
রাসেল ভাই আপনি এক জিনিস। আমি মনে করি গরীবের একটা ফেসবুক লঞ্চ করে ফেলুন।