রিএকশন যুক্ত করা হয়েছে

হাহা না দিতে পেরে অনেকেই কষ্টে ছিলেন। তাদের জন্য রিএকশন সুবিধা যুক্ত করা হয়েছে।

35 Likes

টেস্ট করে দেখলাম, কাজ করে কি না?

5 Likes

তাই বলে হাহা দিবেন? :hand_with_index_finger_and_thumb_crossed:

6 Likes

না দিলে তো বুঝব না, কাজ করে কিনা :wink:

ভাই, angry react ভালো লাগে না। তার থেকে unlike react দিলে লোকেদের মধ্যে ঝামেলা লাগে না।
React এর নিচে বাংলা কথা লেখা থাকলে বেশ interesting দেখায়। যেমন: ভালো বলেছ, দুঃখিত, একমত, দারুণ এইরকম কিছু। অপার ভাই একটা education community launch করেছে। ওখানে এমন interesting কিছু জিনিস ছিল।
চাইলে দেখে আসতে পারেন:

4 Likes

সাজেশনের জন্য ধন্যবাদ ভাই। উনার কমিউনিটিটা আসলে ফেসবুকের মত সোস্যাল সাইটের মত। কিন্তু আমরা ফোরাম স্টাইলে করেছি।

4 Likes

জি ভাই, ধন্যবাদ। বুঝতে পেরেছি💐

রাসেল ভাই আপনি এক জিনিস। :heart_eyes: আমি মনে করি গরীবের একটা ফেসবুক লঞ্চ করে ফেলুন। :grinning: