আসসালামু আলাইকুম। আমি আমেরিকার একটি কোম্পানিতে বেসিক ওয়ার্ডপ্রেস ডেভলপার হিসাবে চাকরি করতাম। ছয় মাসের মত ওখানে কাজ করেছি, জুলাইতে ইন্টারনেট না থাকার করনে চাকরিটা চলে যায়।
ওখানে কাজ করার সময় উপলব্ধি করলাম যে আমার অনেক গ্যাপ আছে এবং ওয়ার্ডপ্রেস এডভান্স প্রব্লেম গুলা সলভ করতে পারতাম না যদিও ওগুলো আমার কাজ ছিল না। আমি সাধারণত বেসিক কাজ গুলা করতাম।
আমি একদম বিগিনার লেভেলের, পিএইচপি এইচটিএমএল, জাভা স্ক্রিপ্ট এর ওপর বেসিক ধারণা আছে। এখন আমি যেকোন একটি অ্যাডভান্স লেভেল এর, ভালোভাবে শিখতে চাচ্ছি কিন্তু বুঝতে পারছি না, আসলে আমার কোনটা শেখা শুরু করা উচিত। কোনটা শিখলে ভালো হয় এবং ভবিষ্যৎ এ ভালো ডিমান্ড থাকবে অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাচ্ছি।