ওয়েবসাইট কন্টেন্ট কালেক্ট এবং ডিজাইন আইডিয়া সমস্যা

আমাকে যদি আপনি sample ওয়েবসাইট দিয়ে বলেন same ডিজাইন করে দিতে, সেটা আমি করতে পারি, কিন্তু আমার মেইন সমস্যা হল, যখন প্রোজেক্ট ব্রিপ বা কোনো প্রোজেক্ট ক্যাটাগরি ধরিয়ে দিয়ে যদি বলে আপনি নিজে থেকে কন্টেন্ট এবং নিজের আইডিয়া থেকে ডিজাইন নিয়ে কাজ করেন, তখন আটকে জাচ্ছি, এই সমস্যা থেকে কি ভাবে বের হতে পারি আমাকে আইডিয়া দিয়ে উপকার করেন,
সবার জন্য দোয়া ও শুভ কামনা রইল।

1 Like

এখানে সম্পূর্ণ দোষটা আপনার নিজের না। কন্টেন্ট জেনারেট করাটাও পুরোপুরি আপনার কাজ না, অযথা নিজেকে দোষারোপ করে কাজের ফোকাস নষ্ট করবেন না।

আপনার মত হাজারো ডেভলপার এই সমস্যায় ভুগতেছে, বিশেষকরে বাংলাদেশে। এটা ক্লায়েন্ট, প্রোজেক্ট ম্যানেজার বা টিম লীড থেকে চাপিয়ে দেওয়া কাজ।

কন্টেন্ট রাইটিং, UI/UX এর মতোই স্বতন্ত্র একটা কাজ। একজন ওয়েব ডেভলপারকে শুধু ডোমেইন, হোস্টিং, ক্যাটাগরি আর কয়েকটা স্যাম্পল ধরিয়ে দেওয়াটা পুরাই আন-প্রফেশনাল কাজ।

আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট নিয়ে ব্যস্ত থাকুন। যেখানে আটকে যাবেন, সিনিয়র যিনি থাকবেন অথবা ক্লায়েন্টকে প্যারা দিন। আপনার প্যারা কমিয়ে ফেলুন।

4 Likes