গুগোলে কীভাবে সার্চ করতে হয়?

গুগোলে কীভাবে সার্চ করতে হয়? এটা তো আমারা সবাই জানি তাহলে এখান থেকে শেখার কী আছে?

আমার সবাই কীভাবে সার্চ করি। গুলোলে গিয়ে কোন একটা কি-ওয়ার্ড লিখে সার্চ করি রাইট?

এখন আসেন একটু এডভান্স সার্চ কিভাবে করতে হয় সেটা সম্পর্কে একটু জানি। ৫+ ধরণের সার্চ পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন এই আর্টিকেল টা থেকে।

0১. কোন একটা কিওয়ার্ড এর শুরুতে ও শেষ এ কোটেশন।

  • সার্চ ফরম্যাট: "কিওয়ার্ড বা বাক্যাংশ"
  • উদাহরণ: "ওয়ার্ডপ্রেস কী?”

এই ফরম্যাট টা গুগলকে নির্দেশ দেয় যে, সার্চ রেজাল্টগুলোতে নির্দিষ্ট বাক্যাংশ (যেটা দিয়ে আপনি সার্চ করেছেন) ঠিক একই কীওয়ার্ড যদি কোন ওয়েবসাইট এ থেকে থাকে তহলে সেই ওয়েবসাইট টা আগে দেখাবে। এতে করে আপনি যে জিনিস সম্পর্কে জানতে চাইতেছেন তার বেস্ট রেজান্ট টা আপনি পাবেন। যদি আগে কখনো কিওয়ার্ড এর আগে ও পরে কোটেশন না ব্যবহার করে থাকেন আজকে চেষ্ট করে দেখতে পারেন।

০২. নির্দিষ্ট ডোমেইনের জন্য সার্চ

  • সার্চ ফরম্যাট: site:domain.com "কিওয়ার্ড"
  • উদাহরণ: site:linkedin.com "ওয়েব ডেভলপার"

এই ফরম্যাট টা গুগলকে নির্দেশ দেয় যে, কোন একটা সাইট যেমান লিংকইন, ফেসবুক অথবা অন্য যেকোন সাইট (আপনি যেটা এখানে লিখে দিবেন) শুধুমাত্র সেই সাইটগুলোর রেজাল্ট আপনার সামনে আসবে।

মনে করেন আপনি লিংকইন থেকে যারা ওয়েব ডেভলপার তাদের প্রফাইলগুলো আপনি চাইতেছেন। তখন এই ফর্মেট এ সার্চ করলে আপনি যাদের প্রফাইল চাইতেছেন গুগোল তাদের প্রফাইল গুলো আপনার সামনে এনে দিবে।

০৩. (*) ব্যবহার করে সার্চ করুন

  • সার্চ ফরম্যাট: "কিওয়ার্ড * কিওয়ার্ড"
  • উদাহরণ: "বেস্ট এ আই * টুলস ফর ওয়েব ডেভলপার"

এই ফরম্যাট টা বিভিন্ন ভ্যারিয়েশন খুঁজে বের করতে সাহায্য করে।

মনে করেন আপনি ডেভলপার দের জন্য কী কী এ আই টুলস আছে সেগুলো সম্পর্কে জানতে চাইতেছেন। আপনি গুগোলে সার্চ দিসেন কিন্তু একই রেজাল্ট বার বার আপনার সামনে আসতেছে। এই ফরম্যাট টা ব্যবহার করে সার্চ করলে এই সমস্যার আর আসবেনা। ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আপনি দেখতে পাবেন।

০৪. নির্দিষ্ট ফাইল টাইপ খুঁজুন ( পিডিএফ, এক্সেল ফাইল ইত্যাদি )

  • সার্চ ফরম্যাট: filetype:pdf কিওয়ার্ড
  • উদাহরণ: filetype:pdf "ইন্ডাস্ট্রি রিপোর্ট" ওয়েব এজেন্সি

সার্চের এই ফরম্যাট ব্যবহার করে পিডিএফ, এক্সেল ফাইল বা অন্যান্য ডাউনলোডেবল রিসোর্স খুঁজে পাওয়া যায়।

০৫. রিলেটেড ওয়েবসাইট খুঁজুন

  • সার্চ ফরম্যাট: related:domain.com
  • উদাহরণ: related:namechimp.com

এই সার্চ ফরম্যাট টা আমার সবচেয়ে প্রিয়। আপনার কম্পিটিটর বা ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত সাইট খুঁজে পেতে সাহায্য করে।

আমরা যখন কোন ওয়েবসাইট ডিজাইন করি তখন আমাদের একটা রিলেটেড সাইট বা কম্পিটিটর এর সাইট যদি পাইতাম তহলে আইডিয়া নেওয়া যেতো তাইনা?

এই সার্চ ফরম্যাট টা তে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন আশা করি।

০৬. নির্দিষ্ট সময় সীমার মধ্যে বা আপডেট তথ্য খুঁজুন

  • সার্চ ফরম্যাট: কিওয়ার্ড daterange:startdate-enddate
  • উদাহরণ: মার্কেটিং এজেন্সি daterange:20230101-20231231

এই ফরম্যাটা আপডেট তথ্য খুজে পেতে সাহায্য করে। বর্তমানে টেকনলজি যেভাবে দ্রুতো আপডেট হচ্ছে আমাদের ও উচিৎ আপডেট তথ্য খুজে বের করে শেখা। এই ফরম্যাট এ সার্চ করলে আপনি নির্দষ্ট তারিখ এর তথ্যগুলো পেয়ে যাবেন।

এছাড়াও আরও অনেক সার্চ পদ্ধতি আছে যেগুলো দিয়ে খুব সহজে ও কম সময়ে তথ্য খুজে বের করা যায়।

আজকের মতো এই পর্যন্ত। আমি লেখালেখি করিনা আজথেকে শুরু করলাম অনেকগুলো লেখার মধ্যে কিছু ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও জানাবেন এই সার্চ ‍গুলো সম্পর্কে আপনি আগে থেকে জানতেন কীনা। এছাড়াও আপনি কী কী পদ্ধতিতে গুগোলে সার্চ করেন সেটা জানাতে পারেন। আসসালামুআলাইকুম।

11 Likes