কাজের চাপ কমানো যায় কিভাবে?

আসসালামু আলাইকুম। আপনাদের যাদের অনেক বেশি ফাইভারের প্রজেক্ট থাকে কিভাবে সামাল দেন এতো চাপ? আমার তো ঘুম আসেনা কাজের চাপে। কিভাবে কাজের চাপ কমাতে পারি?? সাজেশন দিন।

2 Likes

ভাই ছোট আকারে টিম তৈরি করুন, এরপর আস্তে আস্তে শুধুমাত্র ক্লায়েন্ট ম্যানেজমেন্ট টা আপনার হাতে রাখবেন বাকিগুলো টিম মেম্বার দিয়ে করিয়ে নিবেন। পরবর্তীতে সুযোগ পেলে ধীরে ধীরে এজেন্সিতে কনভার্ট হয়ে যাবেন।

2 Likes

নিজের একটা ছোট টিম ধীরে ধীরে তৈরি করুন। টিম পরিচালনা করা অবশ্যই একটু ঝামেলার কাজ, তবে ধীরে ধীরে সব বুঝতে পারবেন। লাইফ টা খুব ইজি হয়ে যাবে। আমি নিজেই এইভাবে করেছি। আপাতত কোন চাপ নাই শান্তিতে আছি।

2 Likes

আসলে আমার ইতিমধ্যে একটি টিম আছে তবে ওদেরকে দিয়ে কাজ করালে আমি শান্তি পাই না। আসলে ওরা নিজের কাজ মনে করে কাজ করে না দেখাগেছে যে ওদের সাথে কথা বলতে বলতে তাদেরকে বুঝাইতে বুঝাইতে সময় শেষ হয়ে যায় এরকম অবস্থায় আছি ভাই।

যাদের ডেডিকেশন নাই; তাদের দরকার নাই বলে আমি মনে করি; কাজ পারেনা, বাট ডেডিকেশন আছে এমন কাউকে আমি প্রেফার করি; কাজ শিখিয়ে নেওয়া যায়, বাট আলসে হলে সমস্যা;

2 Likes

হ্যা ভাই। দেখি ভালো একটা ঠিম বানাতে হনে দেখে দেখে।

1 Like

Elementor builder asi vai aktu jayga diyen🤔

1 Like

আপ্নার কাছাকাছি স্কিলের লোক পাবেন ২০ থেকে ৩০ হাজার টাকা বেতনে। তারপর ক্লিকাপ প্রিমিয়াম নিয়ে শুরু করে দেন।

1 Like

তবে, আপনার চাহিদার সাথে সামাঞ্জস্য রাইখে; আপনার ৮০% কাজ ইমপ্লোয়ি করতে পারলেই এনাফ। এরপর সে সময়ের সাথে দক্ষ হবেই।

1 Like

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের গুরুত্বপূর্ণ সাজেশন আমার জন্য অনেক হেল্প হবে আশা করছি।

1 Like