আপনি জানেন কি আপনি চাইলে এই সাইটের এপ আপনার মোবাইলে নামিয়ে নিতে পারেন? সেজন্য যা যা করতে হবে
প্রথমে আপনার মোবাইলে ক্রোম বা অন্য কোন ব্রাউজার ওপেন করুন। টাইপ করুন bdit.community তারপর এন্টার দিন। পেজ লোড হয়ে গেলে, অ্যাড্রেসবারের শেয়ার আইকনে ক্লিক করুন।
এরপর এখানে থেকে Add to Home Screen এ ক্লিক করুন। একটা পপআপ আসবে, এখানে আপনার পছন্দমত নাম দিয়ে সেভ করুন। দেখবেন এপ চলে এসেছে।
এরপর এপটা ওপেন করে আপনার একাউন্টে লগিন করুন। তারপর নোটিফিকেশন চালু করে দিন।
এই পদ্ধতি এন্ড্রয়েড বা আইফোন, দুটাতেই কাজ করবে। এপ ইনস্টল করে নিলে দ্রুত সবকিছু লোড হবে। কোন সমস্যা হলে জানাবেন।