কীওয়ার্ড পাওয়ার পর বা আগে চিন্তা করেন সাইটটা করছেন কোন বিষয় নিয়ে। যেমন ধরেন League of Legends (একটা মোবা গেইম) নিয়ে বেশ কিছু কীওয়ার্ড পেলেন। উদাহরণে যাওয়ার আগে বলে নেই লিগ অব লেজেন্ডস এর হিউজ ফ্যানবেইজ আছে ১২ বছর ধরে। এবং এটা Riot Games এর তুমুল জনপ্রিয় একটা গেইম।
5v5 tower defense গেম এটা। প্রতি টিম এ পাঁচ জন মেম্বার, সবার আলাদা রোল। এইটা নিয়ে ইনফো এবং অ্যাফিলিয়েট কিংবা ইভেন্ট সব ধরণের ব্লগ করা যায়। আসেন উদাহরণে যাই…।
-
Best Top Lane Strategies
-
Best Mid Lane Champs for Beginners
-
Best Carry Support Tips and Tricks
-
Best ADC in Patch 12.6 in NA
-
Optimal Jungle Pathing for Master Yi
ঐ দেখেন পাঁচটা লেনের পাঁচ ধরণের কীওয়ার্ড। এই কীওয়ার্ড গুলান একজন গেমার সাইট ঔনার আর একজন নরমাল পাবলিক এর কাছে একেকরকম। নরমাল পাবলিক নরমাল আর্টিকেল প্লান করবে।
কীওয়ার্ড অনুযায়ী। আসেন আমি কি করবো as a gamer দেখি…।
প্রথমেই টপ লেন এর আইডেন্টিকাল আরও পাঁচটা কীওয়ার্ড নেবো রোল অনুযায়ী। যেমনঃ
-
Best Mid Lane Strategies
-
Best ADC strategies
-
Best Support Strategies
-
Best JG Strategies
নেবার পেছনে "আমার কারণ কীওয়ার্ড নয়। আমি জানি, পাঁচটা রোল এ অনেকেই অনেক স্ট্র্যাট খোজেন, প্রত্যেক প্যাচ এ গেমের মেটা ( এই মেটা আবার Meta Description না। এর মানে কোন স্ট্র্যাটেজি বা চ্যাম্পিয়ন এখন গেইমে ভালো) চেঞ্জ হয়।
তাই স্ট্র্যাটেজি চেঞ্জ হয়। এগুলোর সাথে আরও অনেক উপসর্গ লাগিয়ে অ্যাডিশনাল কীওয়ার্ড তৈরী করা যেতে পারে।
এই এক জাতের কীওয়ার্ডই শেষ হবেনা। আবার প্রথমের উদাহরণ থেকে আরও কীওয়ার্ড বের করে সেইগুলার রেপ্লিকেশন করা যায়। অনেক ভ্যারিয়েন্ট হবে।
LOL - এ মোর অর লেস ১৫৮টা চ্যাম্প আছে। প্রত্যেকের এগেইন্সট এ অন্য টিমের কোন চ্যাম্প ভালো এইটা নিয়ে Best Zyra Counterpicks in mid, Best Zyra SP counter picks, Best Ashe counterpicks এগুলোর উপরে ও লেখা যায় (Mobalytics এর ব্লগ দ্রষ্টব্য)।
দেখেন, আমি গেইমটা খেলেছি। আমি নিজে অনলাইনে খুজেছি অনেক চ্যাম্পিওন ওয়াইজ টিপস এবং ট্রিক্স, সাথে কাউন্টার পিক ভালো কোনগুলো, আবার লেইন বেইজড স্ট্র্যাটেজি।
এই গুলোর উপরে আবার কীওয়ার্ড ডিফিকাল্টি অনুযায়ী সাজানো যেতে পারে। কম ডিফিকাল্টির কীওয়ার্ড যদি পান, সেটা নিয়ে লিখতে পারেন।
প্রতি বছর Riot Games গেইমের চ্যাম্পিওন রিলিজ দেয়, সেইসময় নতুন চ্যাম্প বেইজড স্ট্র্যাট এর চাহিদা বেশি থাকে, সার্চ ভলিউম বেশি, আবার কম্পিটিশন হাই। সেইভাবে শুধু চ্যাম্প বেইজড গাইডলাইন করলে খেয়াল রাখতে হবে।
LOL এর বিজনেস মডেল হচ্ছে RP বা রায়োট পয়েন্টস। গ্যারেনায় খেললে গ্যারেনা শেল কিনে কনভার্ট করতে হয়, নাহলে অন্য উপায় আছে অন্য রিজিওনে (যেমন নর্থ আমেরিকা) এর জন্য।
কাহিনী হলো, এইগুলা আমি গেমার বলে জানি। তবে এইগুলো League of Legends নিয়ে একটু পড়াশোনা করলেই জানা যায়। তবে ইন ডেপথ জানতে হলে জিনিসটা নিয়ে আরও ঘাটতে হবে, পাবলিকের পালস বুঝতে হবে।
এই বিষয়টা কেন বললাম? কারণ আমি কীওয়ার্ড হান্টিং করে এইক্ষেত্রে প্লেয়ার বেইজ বুঝে কনটেন্ট দিতে পারবো, ক্লাস্টারিং, ক্যাটেগরাইজিং করতে পারবো। আপনি কীওয়ার্ড রিসার্চ করে ক্লাস্টারিং করলে, আমারটা বেটার হবে। অন্য সাইটের অনুযায়ী ক্লাস্টারিং করলে আবার হয়।
তবে টপিক বুঝে ক্লাস্টারিং করলে অনেক ছোটখাটো কীওয়ার্ড নিয়ে কাজ করা যায়।
যারা ২০১৩ - ২০১৫ সালের দিকে COC বা ক্ল্যাশ অফ ক্ল্যানস এর জেম নিয়ে কাজ করেছেন সিপিএ নেটওয়ার্কগুলোতে, ওরা আরও সহজে বুঝবেন।
সংযুক্তিঃ এইবার এই স্ট্র্যাটেজি নিজের যে টপিক নিয়ে লিখছেন, সেইখানে অ্যাপ্লাই করেন তো… একটা টপিক এ দেড় বছর কাজ করার পর আপনি এক্সপার্ট হয়ে যাবেন না মোটামুটি?
তখন কি রিডার এর উপরে বেইজ করে ক্লাস্টারিং এবং কীওয়ার্ড আছে কি না, সেইটা করতে অসুবিধা হবে।
অবশ্যই সব বিষয়েই কীওয়ার্ড বেইজড ক্লাস্টারিং করা যায়। কিন্তু আমি একটা “জানা” বিষয়ে কিভাবে করি, এইটা উদাহরণ দিলাম।