ওয়ার্ডপ্রেস সাইটের পার্মালিংক চেঞ্জ রিডাইরেক্ট সহ

আমার বর্তমান ওয়ার্ডপ্রেস সাইটে প্রকাশিত পোস্টের সংখ্যা প্রায় ৫৫০০+। আমি চাচ্ছিলাম সাইটের পার্মালিংক চেঞ্জ করতে এবং সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন যায়গায় থাকা এক্সিস্টিং লিংক যেন অটো রিডাইরেক্ট হয়। আমি কিছু ওয়ে ট্রাই করেছি কিন্তু পারিনি। এক্সপার্ট কেউ সাহায্য করুন

Current permalink: example.com/category/post_name/post_id

New that i want: example.com/post-name

1 Like

template_redirect দিয়ে করতে পারবেন ভাই। নিজের কোডটা দেখেন

function custom_redirect_permalink() {
    // get current URL
    // check if URL has /category/, you can use regex or str_contains
    // get the post id if found
    // redirect to the post using wp_redirect(get_permalink($post_id), 301);
}
add_action('template_redirect', 'custom_redirect_permalink');

টেমপ্লেট রিডাইরেক্ট সবজায়গায় রান হয় তাই এই হুক দিয়ে পারবেন। সব জায়গায় রান হলে স্লো হবে তাই শুধু সিংগেল পোস্টে রান করতে পারেন!

3 Likes

ভাইয়া অন্য কোনো উপায় আছে কি?

কেন ভাই, অন্য সলুশন লাগবে কেন? কাজ হয়নি?

ভাই, ভবিষ্যতে আপনার রিপ্লাই পাইতে কষ্ট হবে।

1 Like