শপিফাই এপ ডেভলপমেন্ট নিয়ে কেউ কাজ করেন?

আপনারা কারা কারা শপিফাই এপ নিয়ে কাজ করছেন এখানে বিস্তারিত আলাপ করা যেতে পারে।
আলোচনার টপিক হতে পারেঃ

  • আপনারা কোন স্ট্যাকের উপর আপনাদের শপিফাই এপ বানাচ্ছেন? কি সুবিধার জন্য আপনি এই স্ট্যাক বেছে নিয়েছেন?
  • আপনি যদি এর আগে শপিফাই এপ, এপ স্টোরে এপ্রুভ করিয়ে থাকেন তাহলে এপ এপ্রুভ হওয়ার ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা হতে পারে।
  • আপনারা আপনাদের এপ্রুভড শপিফাই এপের মার্কেটিং এর জন্য কোন কোন চ্যানেল ইউজ করে থাকেন।
5 Likes

লারাভেল শপিফাই এপ ডেভেলপমেন্ট শেখার ইচ্ছে আছে। কিভাবে শিখতে পারি? যদি একটু হেল্প করতেন।

1 Like

ভাই, এটা কিন্তু প্রফেশনালদের নেটওয়ার্ক। সবসময় বিস্তারিত লিখবেন। এটা লেম পোস্ট হয়ে গেছে। দয়া করে কি নিয়ে আলাপ করবেন সেটার বিস্তারিত বলুন। আমি নিজেও এপ ডেভেলপ করি।

9 Likes

পোষ্ট ইডিট করেছি ভাই। ধন্যবাদ ।

আমরা নোড দিয়ে করেছি। ইউজার অথেনটিকেশন কমপ্লেক্স হয়ে গেলে সেটার জন্য লারাভেল ব্যবহার করা হয়েছে। এপ্রুভাল টিমে কাজ করিনি তাই ওই প্রসেস সম্পর্কে জানাতে পারছি না। শপিফাই এপ মার্কেটিং করার জন্য বেশি ঝামেলা পোহাতে হয় না। বেসিক ইউজার জেনারেট হয়ে গেলে বিভিন্ন চ্যানেল যেমন এডওয়ার্ডস, ফেসবুক মার্কেটিং করতে পারেন। তবে এপ ভালো হলে মার্কেটিং এ বেশি সময় না দিলেও চলে।

6 Likes

ভাই আমিও শপিফাই অ্যাপ ডেভেলপমেন্ট এ কাজ করি। মার্কেটিং ছাড়া অ্যাপ রেংক করা আসলে অনেক কঠিন।শপিফাই অ্যাপ স্টোরে বিভিন্ন ক্যাটাগরিতে এড দেওয়া যায়। অন্য অ্যাপ ওনারদের সাথে পার্টনারশিপ করে
ক্রস ইনস্টলেশন আনা যায়। এরপর কাস্টমার সাপোর্ট দিয়ে ভালোভাবে রেটিং নিতে পারলেই অ্যাপ রেংক করবে। ধন্যবাদ

4 Likes

ভাই আপনারা মার্কেট রিসার্চ কিভাবে করেন ?

আমার ও ভাই, ভাল কোন সোর্স থাকলে জানাবেন।

1 Like

আপনি এই ভিডিও টি দেখতে পারেন। এখানে Laravel shopify pacakge by Kyon147 ব্যবহার করে বেসিক এপ তৈরি করা হয়েছে। ভিডিও ডেসক্রিপসনে ডিটেইলস পাবেন।

আমি নিজেও interested। বড় ভাইদের কমেন্টের জন্য Waiting এ থাকলাম।

অফিশিয়াল রিমিক্স ইউজ করছি এখন। আগে লারাভেল দিয়ে করতাম লারাভেল/শপিফাই প্যাকেজ ইন্সটল করে। লারাভেল দিয়ে করা ইজি কিন্তু খুব বিরক্তিকর মনে হয় আমার কাছে। বার বার ngrok দিয়ে ট্যানেল সেট করা অথেনটিকেশনের জন্য। যেই সমস্যা শপিফাই তাঁদের অফিসিয়াল CLI সল্ভ করে দিয়েছি ক্লাউডফ্লেয়ার ট্যানেল ইউজ করে।

3 Likes