খুব চুলকাইতে মন চাচ্ছে এক জায়গায়, কোন জায়গায় সেটা আর বললাম না। অল্প কিছুক্ষন ধৈর্য্য ধরলে চুলকানি এমনিতেই থেমে যাবে। কিন্তু অল্প একটুর জন্য চুলকাতে গেলে আর রক্ষা নাই। জ্বালা মেটানো পর্যন্ত চুলকাইতে হবে।
ㅤ
এই কথা কিন্তু আপনার প্রোডাক্টের ক্ষেত্রেও প্রযোজ্য।
ㅤ
ফ্রি ইউজারদের কে একটু টিজ করেন। প্রিমিয়াম জিনিসগুলা একেবারে গোপন না রেখে এগুলা দেখিয়ে দেখিয়ে বেড়ান।
ㅤ
মানে চুলকানি উঠাই দেন, তারা ধৈর্য্য ধরবে নাকি টাকা পয়সা খরচ করে জ্বালা মেটাবে ওইটা তাদের ব্যাপার। সুতরাং…
ㅤ
• প্রো ফিচার গুলা দেখান, কিন্তু গ্রে বা ডিজ্যাবল করে রাখেন
• চকচক করে এরকম একটা “PRO” ব্যাজ লাগিয়ে রাখেন
• প্রয়োজনে ভিডিও, স্ক্রিনশট ইত্যাদির মাধ্যমে আরেকটু টিজ করেন
ㅤ
এরপর হালকা একটা ডিসকাউন্ট (১০%) অফার করেন আপগ্রেড করার জন্য। নতুন কাস্টোমার খোজার চাইতে যে অলরেডি আধা কাস্টোমার হয়ে বসে আছে, তারে পুরা কাস্টোমার বানানোটাই কি সহজ না?
ㅤ
তা আপনার প্রোডাক্ট কী আর সেখানে কীভাবে চুলকানি উঠাইতে চাচ্ছেন?
#TrickFounder #TeaseFreeUsers #Monetization #ট্রিকফাউন্ডার