Parkinson’s Law of Time
আপনি কোন একটা কাজের জন্য যতোটুকু সময় রাখবেন, কাজটা করতে ততটুকু সময়ই লাগবে।
কাজ, সব সময়ই available সময় গুলো পুরোপুরি নিয়ে নেয়।
কোনো কাজের জন্য যত বেশি সময় রাখবেন Procrastination ততো বেড়ে যাবে, আর তত সময় ধরেই কাজটা Complete করতে হবে এই চিন্তায় Frustration এ থাকবেন।
এজন্যই আমাদের পরীক্ষার আগের রাতে খুব কম সময়ে অনেক বেশি পড়া হয় যেটা গত 6 মাসেও হয় নাই।
আমাদের টোটাল এফিসিয়েন্সির মাত্র 30% ব্যবহার করি। মানে চাইলেই আরো বেশি Potential দিয়ে কাজ গুলো তাড়াতাড়ি উঠিয়ে নিতে পারি।
তাই কোন কাজ করতে ঠিক কতটুকু সময় লাগা উচিত সেটা হিসাব করে নিয়ে তার থেকে বড়জোর কিছু সময় বাড়িয়ে সেই কাজটার জন্য Calendar Schedule Fix করে ফেলা ভালো।
এতে কোন কাজের পর কোন কাজ করব, সেটা নিয়ে ভাবার মাঝে Time Waste হয় না। আর কাজটা সেই Schedule সময়ের মধ্যে পুরোপুরি শেষ না হলেও, অনেকটা হয়ে যায়।
তাই প্রতি সপ্তাহের আর প্রতিদিনের 2/3 টা Important কাজ Top Priority তে রেখে Google Calendar এ Schedule করতে পারলে দেখবেন একমাসে আপনার Progress গত 6 মাসের Progress এর সমান।
Parkinson’s Law:
Work expands so as to fill the time available for its completion