আসসালামু আলাইকুম।
বর্তমানে একটি ওয়েবসাইটে এসএসএল (SSL) সার্টিফিকেট ব্যাবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। SSL ছাড়া কোন ওয়েবসাইটই আসলে স্বয়ং সম্পূর্ন না। এর সাথে গুগল ক্রমের insecure নোটিফিকেশন তো আছেই। একটি SSL সার্টিফিকেট আপনার ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে এবং ব্যবহারকারীর আস্থা অর্জনে সাহায্য করে।
সাধারণত এসএসএল সার্টিফিকেট পেতে বেশ কিছু ডলার খরচ হয়, তবে আপনার যদি বহু ওয়েবসাইট থাকে এবং আপনি যদি Windows Server ব্যাবহারকারী হন, এই পোষ্ট তাহলে শুধুই আপনার জন্য। তবে বাকিরা চাইলে পুরো পোষ্ট টি পড়ে এটা সম্পর্কে জানাশোনা থাকতে পারেন। যাতে ভবিষ্যতে কাজে লাগাতে পারেন।
স্বাধারনত নিজের বা এজেন্সির, অথবা ক্লায়েন্টের সাইটগুলো সবোর্চ্চ লেভেলের পারফরমেন্স পেতে, এবং নিরাপত্তার সাথে সম্পূর্ন নিয়ন্ত্রন করতে ডেডিকেটেড সার্ভারের জুড়ি নেই। আর সেই সাভার যদি হয় আপনার দৈনন্দিন ব্যাবহার করা কম্পিউটারের মত উইন্ডোজ সার্ভার, তাহলে তো কথাই নেই।
আবার আপনি চাইলেই সেই উইন্ডোজ সার্ভারে আপনার সব ওয়েব সাইটের জন্য ফ্রি এসএসএল সার্টিফিকেট পেতে পারেন। এর জন্য আমরা আজ ‘Certify The Web’ অ্যাপ্লিকেশন ব্যবহার করে কীভাবে ফ্রি SSL সার্টিফিকেট ইনস্টল করবেন তা দেখবো ইনশাআল্লাহ।
Certify The Web কি?
‘Certify The Web’ হলো একটি ফ্রি টুল, যা আপনার উইন্ডোজ সার্ভারে Let’s Encrypt বা অন্যান্য সার্টিফিকেট অথোরিটি থেকে ফ্রি SSL সার্টিফিকেট ইস্যু এবং রিনিউ করার কাজ সহজ করে।
এটি অটোমেটেড সিস্টেম ব্যবহার করে সার্টিফিকেট ম্যানেজমেন্ট করে, ফলে আপনাকে ম্যানুয়ালি সার্টিফিকেট ইনস্টল বা আপডেট করতে হয় না।
Certify The Web ডাউনলোড এবং ইনস্টল
প্রথমে আপনাকে Certify The Web টুলটি ডাউনলোড করতে হবে। এখানে (https://certifytheweb.com/) গিয়ে ডাউনলোড লিঙ্ক থেকে সর্বশেষ ভার্সনটি নামিয়ে নিন এবং আপনার উইন্ডোজ সার্ভারে এটি ইনস্টল করুন। ইনস্টলেশন প্রক্রিয়াটি খুবই সহজ; শুধু পরপর নির্দেশনা অনুসরণ করুন।
ওয়েবসাইট বাউন্ডিং কনফিগারেশন চেক করুন
Certify The Web ব্যাবহারের জন্য, আপনাকে প্রথমে আপনার সার্ভারের IIS (Internet Information Services) এ ওয়েবসাইটের বাউন্ডিং (binding) চেক করতে হবে। আগেই নিশ্চিত করুন যে ওয়েবসাইটটি HTTP-তে (পোর্ট 80) সঠিকভাবে কাজ করছে।
যেভাবে Certify The Web-এ SSL সার্টিফিকেট রিকোয়েস্ট করবেন
- Certify The Web অ্যাপটি ওপেন করুন।
- অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর New Certificate বোতামে ক্লিক করুন।
- আপনার ওয়েবসাইটটি সিলেক্ট করুন।
- Auto অপশনের মাধ্যমে আপনার সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট প্রক্রিয়া শুরু হবে।
- Let’s Encrypt বেছে নিন কারণ এটি ফ্রি SSL সার্টিফিকেট প্রদান করবে।
- এখন অ্যাপ্লিকেশনটি আপনার সার্ভারের কনফিগারেশন অনুযায়ী অটোমেটেডভাবে সার্টিফিকেট ইস্যু করবে
আরও বিস্তারিত জানতে এখানে ভিজিট করতে পারেন: https://certifytheweb.com/home/features
আপনি আপনার সাইটের জন্য এসএসএল সার্টিফিকেট ব্যাবহার এবং ম্যানেজ করতে কি কি টুল ব্যাবহার করেন, তা কমেন্টে জানাতে ভুলবেন না। শুভকামনা রইল ।