কিছু Start করলে অনেক Excitement থাকে, সেটা করতে পারলে হয়ত Successful হওয়ার Chance অনেক বেশি।
তাই ভেবে যদি Plan টা শুরুতেই শেয়ার করি তাহলে Initial Stage এই মানুষের বাহবা পেয়ে ভালো ফিল করব।
🧠 ব্রেনের Reward System থেকে Dopamine পাবো, যে “I’m doing something great”.
যেই Reward টা পাওয়ার জন্য হয়ত Future এ কাজের Process এ-
- Brain নিজে Suffer করে হলেও Achieve করতে Try করতো,
- নিজেকে Push করতে পারতাম
কাজের Difficult Part এ যাওয়ার আগেই Sense of Achievement এর মাধ্যমে সেটা পেয়ে যাচ্ছি।
Suppose কিছু Start করবেন ভাবছেন (Skill, Product, Business, Anything)
কাউকে জানানোর পর 2 টা দিক আছে-
মানুষজন আমাকে Praise করলো, which is good
সমস্যা টা তখন হয়, যখন কেউ Taunt করা শুরু করে।
50 জন বাহাবা দিলেও Matter করবে না, যদি মাত্র 2-3 জন বলা শুরু করে:
- Don’t do it, আমিও করছিলাম, শেষে পস্তাইবেন
- আরেহ, এগুলো করে লাভ নাই, সবাইকে দিয়ে হয় না
- আমিও করছিলাম, সময় নস্ট
- কত কিছুই তো করলি জীবনে
তখনই মনে একটা Doubt ঢুকে গেলো; আসলেই যদি না করতে পারি?
- Subconsciously সেটা Reconsider করা শুরু করে দেই,
- Confidence হারিয়ে ফেলি,
- Better Alternative Find করা শুরু করে দেই
- এর থেকে Safe, Better কিছু খুঁজতে বের হয়ে যাই।
যা শুরু করছিলাম, সেভাবেই থেকে যায়, একসময় অন্য কিছুতে Jump করি।
এতে Mind এ একটা ব্যর্থতা Record হয়ে যায়, সেই Idea টা Implement না করতে পারার কারণে পরে আফসোস থেকে যায়, অন্তত 6 মাস – 1 বছর আমরা পিছিয়ে যাই।
এর থেকে বাঁচতে হলে:
- প্রথমে কিছুদিন কাজ করা লাগবে,
- একটা Level পর্যন্ত যাওয়া লাগবে
- যখন বুঝবেন যে আসলেই করতে পারছেন কি না
- তখন Decision নিতে পারবেন Continue করবেন কি না।
- তারপর সবাইকে জানাইতে পারেন।
- কারণ তখন Already জানি that works or not.
আমি কিছু Start করলাম, করার পর গিয়ে Fail করলাম, এটা আমি ছাড়া কেউ জানে না। এটা আমার কাছেই আছে, আমাকে Taunt করার মত কেউ নাই।
কিন্তু যখন আগেই জানিয়ে ফেলি, পরে যতবার দেখা হবে, তারা Taunt করবে, আর বলবে
🍥 কিরে শুরু না করছিলি? ঐটার কি অবস্থা?
আমি আমার নিজের Failure এর জন্য তাদেরকে Justification দিতে দিতে Tired হয়ে যাবো।
যেখানে কাউকে না জানালে, আমার Failure আমাকেই পরে Boost করতে কাজে দিতো। Experience টা কাজে লাগিয়ে পরে নতুন Inspiration এ কাজ করতে পারতাম।
তাই কাজের শুরুতেই কাউকে না জানিয়ে একটা লেভেলে যাওয়ার পর Reveal করেন
দেখবেন অনেক রকমের Influence থেকে বেঁচে যাবেন।