কেনো Silently Start করা প্রয়োজন!

কিছু Start করলে অনেক Excitement থাকে, সেটা করতে পারলে হয়ত Successful হওয়ার Chance অনেক বেশি।

‎তাই ভেবে যদি Plan টা শুরুতেই শেয়ার করি তাহলে Initial Stage এই মানুষের বাহবা পেয়ে ভালো ফিল করব।

‏‏‎ ‎🧠 ব্রেনের Reward System থেকে Dopamine পাবো, যে “I’m doing something great”.

‏‏‎ ‎যেই Reward টা পাওয়ার জন্য হয়ত Future এ কাজের Process এ-

  • Brain নিজে Suffer করে হলেও Achieve করতে Try করতো,
  • নিজেকে Push করতে পারতাম
    কাজের Difficult Part এ যাওয়ার আগেই Sense of Achievement এর মাধ্যমে সেটা পেয়ে যাচ্ছি।

‏‏‎ ‎Suppose কিছু Start করবেন ভাবছেন (Skill, Product, Business, Anything)

‏‏‎ ‎কাউকে জানানোর পর 2 টা দিক আছে-
:star: মানুষজন আমাকে Praise করলো, which is good
:fish_cake: সমস্যা টা তখন হয়, যখন কেউ Taunt করা শুরু করে।

‏‏‎ ‎50 জন বাহাবা দিলেও Matter করবে না, যদি মাত্র 2-3 জন বলা শুরু করে:

  • Don’t do it, আমিও করছিলাম, শেষে পস্তাইবেন
  • আরেহ, এগুলো করে লাভ নাই, সবাইকে দিয়ে হয় না
  • আমিও করছিলাম, সময় নস্ট
  • কত কিছুই তো করলি জীবনে

‏‏‎ ‎তখনই মনে একটা Doubt ঢুকে গেলো; আসলেই যদি না করতে পারি?

  • Subconsciously সেটা Reconsider করা শুরু করে দেই,
  • Confidence হারিয়ে ফেলি,
  • Better Alternative Find করা শুরু করে দেই
  • এর থেকে Safe, Better কিছু খুঁজতে বের হয়ে যাই।

যা শুরু করছিলাম, সেভাবেই থেকে যায়, একসময় অন্য কিছুতে Jump করি।

এতে Mind এ একটা ব্যর্থতা Record হয়ে যায়, সেই Idea টা Implement না করতে পারার কারণে পরে আফসোস থেকে যায়, অন্তত 6 মাস – 1 বছর আমরা পিছিয়ে যাই।

এর থেকে বাঁচতে হলে:

  • প্রথমে কিছুদিন কাজ করা লাগবে,
  • একটা Level পর্যন্ত যাওয়া লাগবে
  • যখন বুঝবেন যে আসলেই করতে পারছেন কি না
  • তখন Decision নিতে পারবেন Continue করবেন কি না।
  • তারপর সবাইকে জানাইতে পারেন।
  • কারণ তখন Already জানি that works or not.

‏‏‎ ‎আমি কিছু Start করলাম, করার পর গিয়ে Fail করলাম, এটা আমি ছাড়া কেউ জানে না। এটা আমার কাছেই আছে, আমাকে Taunt করার মত কেউ নাই।

‏‏‎ ‎কিন্তু যখন আগেই জানিয়ে ফেলি, পরে যতবার দেখা হবে, তারা Taunt করবে, আর বলবে

‏‏‎ ‎🍥 কিরে শুরু না করছিলি? ঐটার কি অবস্থা?
আমি আমার নিজের Failure এর জন্য তাদেরকে Justification দিতে দিতে Tired হয়ে যাবো।

‏‏‎ ‎যেখানে কাউকে না জানালে, আমার Failure আমাকেই পরে Boost করতে কাজে দিতো। Experience টা কাজে লাগিয়ে পরে নতুন Inspiration এ কাজ করতে পারতাম।

‏‏‎ ‎তাই কাজের শুরুতেই কাউকে না জানিয়ে একটা লেভেলে যাওয়ার পর Reveal করেন :facepunch:t2:
দেখবেন অনেক রকমের Influence থেকে বেঁচে যাবেন।

12 Likes

দারুণ ভাই, আপনার লেখাগুলো অনেক ভালো লাগে। বাস্তবতার সাথে ১০০% মিল।

1 Like

আলহামদুলিল্লাহ ভাই:innocent: Thank you for appreciating ভাই :blush::heart:

1 Like

ধন্যবাদ ভাইয়া, আশা করি আপনার কাছ থেকে আরও শিক্ষণীয় পোস্ট পাবো…

1 Like

ইনশাআল্লাহ্‌ ভাই আমিও চেষ্টা করব আরও Informative Post করার জন্য😇