SEMRush খুব কমন একটা টুল এসইও এর জন্যে এর মাধ্যমে অনেক অনেক কাজ করে ফেলা যায়। এই টুলস নিয়ে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আজ আমি পুরো টুলস নিয়ে না বলে শুধু মাত্র কিভাবে একটা সাইট বা কি-ওয়ার্ড দিয়ে খুব সহজেই কম্পিটিটর খুজে বের করে তাদের রিসার্চ করতে পারবেন তা দেখিয়েছি। আগে থেকেই বলি ভিডিও টা হুট করেই বানানো আর সাউন্ড কোয়ালিটি ও এইবার ভালো হয় নাই আশাপাশে অনেক নয়েজ থাকার জন্যে। ভিডিও টি একবারে ইডিড ছাড়াই দিয়ে দিয়েছি।
ভিডিও টি দেখে আপনার ফিড ব্যাক জানাতে পারেন। সামনে আরো অনেক অনেক ভিডিও আসবে ইনশাআল্লাহ।
10 Likes
অনেক সুন্দর হয়েছে ভাইয়া
1 Like