Realization:
University Education শুধুমাত্র বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, কেউ কিছুতে Expert হয় নিজের Effort এ।
Any Internship (Free/Paid) is better than joblessness
কেউ আপনাকে Free Internship Offer করলে ধরে নিবেন সেটাই আপনার বর্তমান যোগ্যতা, কেউ আপনাকে নিজের টাকায় শিখাবে না।
Any Internship Is better than doing Tuition
Internship 6 মাস পর আপনাকে একটা Fixed Salary job এর যোগ্য করে তুলবে, কাজের বিনিময়ে আপনি Skill টা শিখতে পারলেন। Tuition করলে 6 মাস পর ও সেই আবার Zero থেকেই শুরু করতে হয় প্রত্যেকটা Tuition এর জন্য।
Tuition করার কোনো Job Experience or Recognition নেই, It’s a waste
Tuition করে কম সময়ে ভালো টাকা Earn করা যায়, But এই সময় টা Sustainable কিছুতে না দিলে 2-3 বছর পর Same Situation ই থাকে।
ছোটো ছোটো Need এর জন্য ধার নেওয়ার অভ্যাস Future Miserable করে দেয়।
যার প্রায়ই ধার নিতে হয়, তার কাছে কখনো Extra টাকা থাকে না, সে ধার শোধ করতে করতেই চলে।
রাগ বেশি হলে Anger Management শিখা অনেক Important, “আমারতো রাগ বেশি” এটা কোনো Justification হতে পারে না Bad Behavior এর জন্য।
সবাইকে আপনি বা তুমি বলার অভ্যাস টা Naturally Respect বাড়িয়ে দেয় “তুই” বলা আপনার কাছে যতই আপন মনে হোক, it’s disrespectful.
Money Management অনেক Important
“একটাই তো লাইফ”, “25 বছর বয়সে শখ পূরণ না করতে পারলে 45 বছর বয়সে টাকা দিয়ে কি করবো” is a bullsh*t, don’t justify your poor money management.