গ্লোবাল SaaS (এডুকেশন) প্রোডাক্ট এর মার্কেটিং এর জন্য কিছু ধারনা দরকার

গ্লোবাল SaaS (এডুকেশন) প্রোডাক্ট এর মার্কেটিং এর জন্য কিছু ধারনা দরকার, প্রাথমিক টার্গেট দেশ আমেরিকা, ক্লাইন্ট + ৫০% এর মত ইউজার আমেরিকার। কিন্তু বাকি ৫০% ইউজার যে কোন দেশের হতে পারে।

মার্কেটিং প্লান কি রকম হওয়া উচিৎ।

2 Likes

এটা ডিপেন্ড করবে বাজেটের উপর

ধারণা ১০১ দেওয়া যাবে। তবে এক্সিকিউশান করার ক্ষেত্রে যেটি সব থেকে বেশি প্রয়োজন তা না করতে পারলে প্রডাক্ট আড়াল হয়ে যাবে।

তাই আগে বাজেট শক্ত করে নিতে হবে।

তারপর প্লান হিসবে যখন যেটি দরকার সেটি ইম্পলিমেন্ট করা।

তবে কিছু ধারণা এমন হতে পারে

ক্রিয়েট বায়ার পারসোনা
এসিও
কি-ইনফ্লুয়েন্সার মার্কেটিং
ব্লগ রাইটিং ( প্রাডাক্ট এওয়ারনেস হিসেবে)
এফিলিয়েট চালু করা

বাকি গুলো কি কি করতে হবে সব কিছুই আপনার জানা আশা করি।

তবে বায়ার পারসোনা কে ফলো করে মার্কেটিং ইম্পলিমেন্ট করিয়েন।

2 Likes

অনেক ধন্যবাদ ভাই সাজেশন দেওয়ার জন্য