গিটহাব এ যেকোনো প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত README ফাইল এই দেয়া থাকে। তো এই ফাইল টা তাড়াতাড়ি নেভিগেট করার জন্য একদিন ভাবলাম যে ডান পাশে তো একটু স্ক্রল করলেই ফাঁকা থাকে। এখানে Table of Contents থাকলে তো মন্দ হয় না। তো এটা কিভাবে করা যায় সেটা ভাবতে গিয়ে ক্রোম এক্সটেনশন এর কথা মাথায় আসলো। যে ভাবা সেই কাজ, শেষ মেশ বানিয়ে ফেললাম এক্সটেনশন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি এটাকে সম্পূর্ণ ওপেন সোর্স করে রেখেছি। চাইলেই github.com/farhan2077/github-readme-toc থেকে কোড দেখতে পারবেন।
ক্রোম ওয়েব স্টোর থেকে ডাউনলোড লিঙ্ক: https://chromewebstore.google.com/detail/github-readme-toc/ckdjpabgkfjhgldnoephfmcgnamjadkp
আশা করি এই এক্সটেনশন আমাদের মতো ডেভেলপার যারা তাদের কাজ আরও একটু সহজ করে দিবে। ব্যবহার করার পর কেমন লাগলো সেটা জানাবেন অবশ্যই।