Programming Language

Programming Language শেখার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে সব Programming Language এর Core জিনিসগুলো একই। আমার ব্যাক্তিগত মতামত হচ্ছে সর্বপ্রথম সবাইকে কষ্ট করে হলেও C Language টা শেখা উচিত (এটি আমার ব্যক্তিগত মতামত, কেউ একমত না ও হতে পারেন) কারণ একবার কষ্ট করে C Language টা শিখে ফেলতে পারলে সব Language সহজ মনে হবে কারন বললাম সবার Core একই।

Programming Language শেখার শুরুতেই Dtat Types গুলো যদি শিখে ফেলেন তাহলে আপনার Programming Language শেখার জার্নিটা সহজ হতে শুরু করবে।

তার পর if-else (Conditional Loops), switch case এবং Array এর ধারনা নিয়ে শেখা শুরু করলে সব কিছু একবারে পানির মত সহজ মনে হবে।

এবার আসি Terminal এর ব্যবহার নিয়ে। আপনি Windows বা Linux যাই ব্যবহার করেন না কেনো ওস্তাদ হতে হলে আপনাকে Terminal এর ব্যবহার অবশ্যই জানতে হবে। আর কারো যদি Cyber Security নিয়ে আগ্রহ থাকে তাহলেন তার জন্য Terminal এর ব্যবহার জানা ফরজ।