নতুন দের জন্য PHP ইন্সটল করার সংক্ষিপ্ত গাইড

Windows-এ PHP ইন্সটল করতে চাইলে সবচেয়ে সহজ উপায় হলো XAMPP ব্যবহার করা। প্রথমে Apache Friends ওয়েবসাইটে গিয়ে XAMPP সফটওয়্যারটি ডাউনলোড করুন। ইন্সটল প্রক্রিয়া সাধারণ সফটওয়্যারের মতোই সহজ—শুধু Next বাটনে ক্লিক করে ইন্সটল শেষ করতে হবে।

ইন্সটল হওয়ার পর XAMPP Control Panel চালু করুন এবং Apache ও MySQL সার্ভিসগুলো Start করুন। এরপর PHP ঠিকমতো কাজ করছে কিনা তা চেক করতে Command Prompt (cmd) খুলে php -v লিখে এন্টার দিন। যদি PHP-এর ভার্সন দেখায়, তাহলে ইন্সটল সফল হয়েছে।

যদি XAMPP ছাড়া ম্যানুয়ালি PHP ইন্সটল করতে চান, তাহলে PHP.net থেকে Windows-এর জন্য Thread Safe ZIP file ডাউনলোড করে C:\php ফোল্ডারে Extract করুন। এরপর System Properties > Advanced System Settings > Environment Variables-এ গিয়ে Path এ C:\php যোগ করুন। সবশেষে Command Prompt-এ php -v লিখে চেক করুন PHP ঠিকমতো কাজ করছে কিনা।

নতুনদের জন্য XAMPP সবচেয়ে সহজ এবং দ্রুত কাজ করে, তাই এটি ব্যবহারের পরামর্শ দেওয়া হল।

Video link : https://youtu.be/aYA7B6xQC3Q?si=7V_Z5YMEmj9v6rwp

1 Like