পিএইচপি (PHP) দিয়ে একেবারে স্ক্র্যাচ থেকে User Role Permission ম্যানেজ করা

পিএইচপি (PHP) দিয়ে একেবারে স্ক্র্যাচ থেকে User Role Permission Management বানিয়ে ফেললাম। পুরা সিরিজটি Complete করে ফেলেছি। যারা পিএইচপি নিয়ে কাজ করছে কিন্তু এখনো এই ধরনের কাজ পারেন না, তারা শিখা শুরু করে দিন। যদি আপনার উপকার হয়েছে মনে করেন তাহলে শেয়ার করবেন। এটা আমাকে আরও কন্টেন্ট বানাতে মোটিভেট করবে।

4 Likes