PHP: About PHP (Hypertext Preprocessor)

পিএইচপি (PHP)

PHP হচ্ছে একটি শক্তিশালী সার্ভার সাইড স্ক্রিপ্টিং ভাষা বা প্রোগ্রামিং ভাষা (ওয়েব প্রোগ্রামিং ভাষা)। কারণ PHP এর মাধ্যমে লিখিত স্ক্রিপ্টসমূহ সার্ভারে নির্বাহ (Execute) হয় অর্থাৎ এটি সার্ভারের মাধ্যমে পরিচালিত হয়। স্ক্রিপ্ট বলতে সাধারণ অনেকগুলো ইন্সট্রাকশন (Set of instructions) এর সমষ্টি বুঝায়। পিএইচপির মাধ্যমে এই ইন্সট্রাকশন গুলো ইউজারের কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের বদলে সার্ভার থেকে নিয়ন্ত্রিত হয়। তাই এটিকে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলা হয়।

PHP এর পূর্ণরূপ Hyper Text Preprocessor, যা পূর্বে ছিল Personal Home Page। এটি বহুল ব্যবহৃত একটি ওপেন সোর্স ভাষা। ওয়েব ডেভেলপমেন্টের কাজে ওয়েবপেজকে ডায়নামিক এবং ইন্টারঅ্যাকটিভ করার জন্য এটি ব্যবহার করা হয়।

১৯৯৪ সালে রাসমাস রেডর্ফ নামক একজন গ্রীনল্যান্ডিক-ডেনিশ প্রোগ্রামার তার ব্যক্তিগত ওয়েবসাইটের হোমপেজ মেইনটেইনের জন্য পার্ল (Perl) প্রোগ্রামিং ভাষায় একটি স্ক্রিপ্ট তৈরি করেন। এই স্ক্রিপ্টটি তার সিভি দেখানো এবং ভিজিটরদের সংখ্যা গুনতে ব্যবহার হতো। পরবর্তীতে পারফরম্যান্স বাড়ানোর জন্য স্ক্রিপ্টটিকে সি প্রোগ্রামিং ভাষায় তিনি পুনরায় লিখেন এবং এর সাথে তিনি ওয়েব ফর্ম এবং ডাটাবেজ যুক্ত হওয়ার সুবিধা যোগ করেন যার নাম দেওয়া হয় Personal Home Page (PHP)। ১৯৯৫ সালের ৮ জুন PHP-এর প্রথম সংস্করণ সবার জন্য উন্মুক্ত করা হয়। এটিতে ওয়েব ফর্ম এবং ডাটাবেজের সাথে কাজ করার সুবিধা ছিল। ব্যবহারকারীরা HTML-এর সাথে সহজে PHP কোড এমবেড করতে পারত, যা ডাইনামিক ওয়েবসাইট তৈরির পথ প্রশস্ত করে।

পিএইচপির বর্তমান ভার্সন PHP 8.4। এটি নভেম্বর ২১, ২০২৪ তারিখে উন্মুক্ত হয় এবং ডিসেম্বর ৩১, ২০২৮ তারিখে ভার্সনটির বিলুপ্ত ঘটবে।পিএইচপির মাস্কট হল একটি হাতি । ভিনসেন্ট পনটিয়ার ১৯৯৮ সালে এটির ডিজাইন করেন ।

পিএইচপি ফ্রেমওয়ার্ক:

রিয়েল লাইফ প্রজেক্টকে সহজ ও বোধগম্য করে তোলার জন্য ফ্রেমওয়ার্ক এর উদ্ভাবন হয়েছে। ফ্রেমওয়ার্কের ধারণা এসেছে মূলত সিকিউরিটি, কোডের রিডেবিলিটি বাড়ানোর জন্য। PHP এর জনপ্রিয় অনেকগুলো ফ্রেমওয়ার্ক বর্তমানে ব্যবহৃত হয়ে আসছে।

  • Laravel (June 2011)
  • Codeigniter (February 2006)
  • Symphony (October 2005)
  • Yii (December 2008)
  • CakePHP (April 2005)
  • Slim (June 13, 2024)
  • Phalcon (November 14, 2012)

PHP ভাষার সুবিধাঃ

  • PHP সম্পূর্ণ ফ্রি বা ওপেন সোর্স একটি ভাষা।
  • খুব সহজে এবং দক্ষতার সাথে ব্যবহার করা যায়।
  • PHP’র কমিউনিটি অনেক বড়। তাই যে কোন বড় সমস্যার সমাধান অল্প সময়ে কমিউনিটির মাধ্যমে করা যায়। Stack Overflow তে তৃতীয় বৃহৎ কমিউনিটি হিসেবে এর স্থান রয়েছে। PHP এর তৈরি করা বহু প্রজেক্ট GitHub – এ পাওয়া যায়।
  • প্রায় সকল অপারেটিং সিস্টেমে PHP সাপোর্ট করে। যেমন- Mac OS, Linux, Windows, Unix ইত্যাদি।
  • বর্তমানে ব্যবহৃত সকল সার্ভারে পিএইচপি ব্যবহার করা যায়। যেমন- Apache, Nginx, IIS ইত্যাদি।
  • পিএইচপিতে বিশাল আকারের ডেটাবেজ সাপোর্ট করে।
  • অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP) এর সুবিধা রয়েছে।
  • PHP কোড Maintenance করা খুব সহজ। এর অনেক শক্তিশালী ফ্রেমওয়ার্ক রয়েছে তাই অল্প সময়ে সহজেই PHP দিয়ে বড় বড় প্রজেক্ট তৈরি করা যায়।
  • এটি খুব দ্রুত লোড হয়।
  • HTML ফাইলে PHP কে অন্তর্ভুক্ত করা যায়।
  • ওয়েব ডেভেলপমেন্ট এর front-end এবং back-end উভয় ক্ষেত্রে PHP ব্যবহার করা হয়।
  • অন্যান্য ল্যাংগুয়েজের তুলনায় এটির performance, versatility, reliability, efficiency এবং speed অনেক ভালো।
  • PHP এর debugger engine দ্বারা খুব সহজে error ডিটেক্ট করা যায়।
  • PHP প্রায় সব ধরনের ডেটাবেজকে ম্যানেজ করতে পারে।

PHP ভাষার ব্যবহারঃ

  • পিএইচপি ডায়নামিক পেজ কন্টেন্ট তৈরি করতে পারে।
  • পিএইচপি সার্ভারে ফাইল তৈরি করতে পারে, পড়তে পারে, লিখতে পারে, ডিলেট করতে পারে এবং ফাইল ওপেন ও ক্লোজ করতে পারে।
  • পিএইচপি ফর্ম ডেটা সংরক্ষন করতে পারে।
  • পিএইচপি কুকি (cookies) সংরক্ষন করতে পারে।
  • পিএইচপি ডেটাবেজে ডেটা যোগ, বিয়োগ এবং পরিবর্তন করতে পারে।
  • পিএইচপি ইউজার এক্সেস কন্ট্রোল করতে পারে।
  • ডেটা এনক্রিপশন এর কাজ করতে পারে।
  • ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়।

PHP কেন শিখবেন?

বর্তমানে প্রায় ২০ মিলিয়নেরও বেশি ওয়েবসাইট ও ১ মিলিয়ন ওয়েব সার্ভারে পিএইচপি ব্যবহৃত হচ্ছে। Facebook, Yahoo, Wikipedia, WordPress এর মতো বড় বড় প্রতিষ্টান তাদের মূল ওয়েবসাইট সহ বিভিন্ন কাজে PHP ব্যবহার করে আসছে। এছাড়া বর্তমানে ওয়েব টেকনোলজির ৭৪% জায়গা পিএইচপির দখলে রয়েছে। ওয়েবের ৭৮.৯% ওয়েবসাইট পিএইচপিতে রান হয়।সারা বিশ্ব যেখানে ওয়েবসাইট সিকিউরিটি নিয়ে উদ্বিগ্ন, সেখানে PHP ই একমাত্র ল্যাংগুয়েজ যেটির Security নিশ্চয়তা সন্তোষজনক। সারা বিশ্ব এখন CMS নির্ভর হচ্ছে এবং CMS গুলো খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। আর সবচেয়ে জনপ্রিয় CMS যেমন:- (Joomla, Drupal, WordPress) ইত্যাদি সব PHP দিয়ে তৈরি করা।

ক্যারিয়ার হিসেবে PHP’র এখন বেশ চাহিদা রয়েছে। যারা নিজেকে ওয়েব ডেভেলপার হিসেবে দেখতে চান, তারা খুব সহজে অল্প সময়ে একজন PHP ডেভেলপার হতে পারেন। বর্তমানে PHP’র ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে অন্যতম লারাভেল(Laravel) এর কথা না বললেই নয় এর ব্যবহার ও চাহিদার ব্যাপকতা; ক্যারিয়ারে পিএইচপির সুনিশ্চিত ভবিষ্যতের কথা মনে করিয়ে দেয়।

একজন পিএইচপি ডেভেলপারের ক্যারিয়ার শুরু হয় এন্ট্রি লেভেল থেকে, যা ধীরে ধীরে এক্সিকিউটিভ লেভেলে পৌঁছায়। এন্ট্রি লেভেলে একজন পিএইচপি ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, ওয়েবসাইট ডেভেলপার অথবা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ক্যারিয়ার শুরু করে থাকেন। এন্ট্রি লেভেলের পর সিনিয়র লেভেলে একজন পিএইচপি ডেভেলপার, আইটি প্রজেক্ট ম্যানেজার, সিকিউরিটি ম্যানেজার, সিকিউরিটি কনসালটেন্ট, ওয়েব অ্যাপ ডেভেলপার অথবা সিকিউরিটি আর্কিটেক্ট হিসেবে দায়িত্ব পালন করেন।এন্ট্রি ও সিনিয়র লেভেলের পর সর্বশেষ ধাপে অর্থাৎ এক্সিকিউটিভ লেভেলে তিনি একজন কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার অথবা সিকিউরিটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও একজন পিএইচপি ডেভেলপার বিভিন্ন কর্পোরেশনে নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট অথবা আইটি সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।

2 Likes

Very Clean note on What is php, it’s advantages, uses and why should we learn it. :heart: :+1:

Thanks for your appreciation :heart: