আপনি কি PHO (PHP Data Objects) শিখতে চান?

,

আপনি কি পিএইচপি শিখছেন? এখন যদি ডাটাবেজের সাথে কানেকশন করতে চান পিএইচি ব্যবহার করে তাহলে PDO (PHP Data Objects) হতে পারে আপনার জন্য একটি চমৎকার সমাধান। PDO নিয়ে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন এই লিংক থেকে। এছাড়াও আপনি যদি পিএইচপি ডকুমেন্টেশন চান তাহলে এই লিংক থেকে পড়ালেখা করে আসতে পারেন।

2 Likes

আপনাদের নিয়মিত ফলো করি। শিখিও।