Passion হলো দুনিয়ার সবচেয়ে ভাউতাবাজি কথার মধ্যে একটা।


দাঁড়ান ক্ষেইপেন না! চলেন একটু Perspective টা Explain করি।
:seedling:কিছু শুরু করার আগে মানুষ সবচেয়ে বেশি প্যারা খায় এই “PASSION” Word টা নিয়ে।
:speech_balloon: কোণ Senior এর কাছে কিছুর Suggestion চাইলেই বলে, সবাইকে দিয়ে সব কিছু হয় না, এগুলাতে Passion থাকা লাগবে।
শেষ! এজনকে Mislead করার এর চেয়ে Better Way কি হইতে পারে?

:fish_cake: কিছু শুরু করার আগে আমি কিভাবে বুঝব সেটা আমার কতটুক ভালো লাগে?
:fish_cake: কোনো Data, Knowledge, Experience ছাড়া আমি কিভাবে জানব সেটা আমার ভালো লাগবে নাকি।
:chains:Physics আমার ভালো লাগে না, কারণ আমি Physics এ তেমন কিছু আয়ত্ত করতে পারি নাই।
:o: Root Cause হল আমার কখনো ভালো কোণ Physics Teacher ছিল না।

ঠিক তেমনই-

  • যারা ভালো Teacher পেয়েছে,
  • Practice করতে পেরেছে,
  • যারা Experience করতে পেরেছে,
  • Problem Solve করতে পেরেছে,
  • তারা একসময় এটা Enjoy করা শুরু করেছে।
  • অনেকেই এর ওপর Higher Study করেছে।

আবার অনেকে Compare করতে পেরেছে যে,
:radio_button: আসলে Physics থেকে আমার Math টা বেশি ভালো লাগে।
:radio_button: তাই সে Math নিয়ে এগিয়েছে পরে।

:speech_balloon: তাহলে কি তার আগে যেটা ভালো লেগেছিল, সেটা কি ভুল ছিল?
নাকি আগে যেটাকে PASSION ভাবতো সেটা Wrong ছিল?

:brain: Human Nature ই হল আমার যেটা কঠিন লাগে, আমি সেটায় Effort ও দিতে চাইব না।
:speech_balloon: আমি যদি শুরুই না করি তাহলে আমি বুঝব কিভাবে এর Advance Level এর Experience টা কেমন হবে?

:mans_shoe:একজন মুচি খুব PASSIONATELY জুতা সেলাই করে
তার মানে এই না সে তার Working Life এর শুরুতেই Identify করতে পেরেছিল যে জুতা সেলাই করাই আমার Life এর Passion, এটা করলেই আমি শান্তি পাবো।
আমরা সবাইই কিছু শুরু করার সময় যেই যেই Resource Available থাকে, হাতের কাছে পাই, Experience করতে পারি সেগুলোর মাঝেই কিছু জিনিশ অন্য গুলোর থেকে বেশি ভালো লাগতে শুরু করে।
সেগুলো Experience করার এক পর্যায়ে আমরা Decision নিতে পারি যে কোন একটা জিনিশ নিয়ে আগাবো।

:rocket:এটা একটা Full Process of Shortlisting what’s the best available option in terms of new challenges and output.
:seedling:কোণ কিছু শুরু করার পেছনে একটা Background থাকে, একটা Journey থাকে।

:cyclone:INTRO: আমার জিনিসটার সাথে পরিচিত হওয়া। (সেটার জন্য কিছু জিনিশ ঘেঁটে আসতে হবে আগে)
:cyclone:EXPERIENCE: সেই জিনিশ গুলো কিছুদিন করা। (Validation Period)
:cyclone:SEEING RESULTS: তারপর ভালো লাগা শুরু হওয়া (Previous knowledge আর জিনিশ টা করতে না শুরু করলে ভালো লাগবে কেমনে)
:cyclone:DETERMINATION: তারপর Long Term Dream/Goal Setting, Planning (যখন আমি Determined যে এটাই করবো জীবনে, যত যাই হোক) [যাকে Passion বলা হয়]

:star:First 3 টা Step পার করতে গিয়ে অনেক Idea, Validated হয়ে একটা Shortlist Create হয়।
এখন কেউ যদি Expect করে, আমি শুরু না করেই Passion Find করবো তাহলে তো সে জীবনেও বুঝবে না তার কোনটা ভালো লাগে।

Beginner দের জন্য তাই Available Best Option গুলোর মধ্যে থেকে একটা শুরু করে দেওয়া উচিত, কারণ এই Journey এর মধ্যে (ভালো লাগা/ Result/ Potential/ Challenges) এর ওপর Base করে মানুষ অনেক বারই Pivot করে সেই Category তেই বা অন্য Category তে New কিছু শিখা শুরু করে। যা আপনি শুরু করার আগে কখনোই Decide করতে পারবেন না।

তাই শুরু করার সময় কোনটায় PASSION সেটা Decide করতে গিয়ে মাসের পর মাস বসে না থেকে সেই সময়ে কিছু শিখে ফেলা সম্ভব, 3টা জিনিশ শিখলে, তার মধ্যে একটা বাকি গুলোর থেকে বেশি ভালো লাগবেই।

যারা Passion Passion করে, দেখবেন সবাইই Already কিছু না কিছু করতেছে, সেটার ওপর Base করে তারা এখন নিজেদের Career Decision নিতে পারার মত একটা পর্যায়ে এসেছে। Beginner হিসেবে সেটা Consider করে Passion Define করতে তো Struggle হবেই।

13 Likes

সত্যি বলেছেন। কিছু শুরু না করলে কিভাবে বুঝবে প্যাশন কি?

ঠিক ভাই যখন আমরা শুরু করব তখন এই আমরা বুঝতে পারব কোনটা নিয়ে আমাদের আগাতে হবে and কিভাবে আগাতে হবে।

ভাই বিশ্বাস করেন, আপনি কি লিখছেন সেটা বুঝাতে পারবোনা।

যখন একটা কাজ শিখতে যাই,আর এর মধ্যে সিনিয়রদের কাছ থেকে শুনি সবাইরে দিয়ে এটা হবেনা।এটা শিখতে প্যাশন লাগে।শুধু টাকা কামানোর ধান্দা করলে এই কাজ তোমার জন্য না।এই কাজ শিখতে হলে তোমাকে মন থেকে ভালোবাসতে হবে,স্বয়নে-স্বপনে এটা নিয়াই থাকতে হবে।মনটা তখন খারাপ হয়ে যায়,মনে হয় আমি এই টাইপের জিনিয়াস না তাই এই জিনিস আমি শিখতেও পারবোনা।আর নতুন কিছু আয়ত্ব করতে গেলে একটু খারাপ সময়ে, খুব সহজেই মানুষ ডিপ্রেসড হয়ে যায়।আবার মনে একটা প্রশ্নও আসে,আমি একটা জিনিস সম্পর্ক যদি ভালো করে না জানি তাহলে তার প্রেমে পড়বো কেমনে।

ভাই আমার এই প্রশ্ন আর মন খারাপের সব উত্তর আপনি দিলেন,আমার মত চিন্তা করে;অনেক ধন্যবাদ।

আর অনেক অনেক ভাবনা আর চিন্তা এইখানে লিখবেন ।যাতে আমার মত মূর্খ-সূর্খ অদম কিছু জানতে পারে।

আলহামদুলিল্লাহ, লেখাটা ছোট হলেো অন্তর্নিহিত তাৎপর্য খুবই ইফেক্টিভ।
:heart_decoration:
Passion খুঁজে পেতেও একজনকে কয়েকটি চাহিদাবহুল ইন্ডাস্ট্রি জানতে হয়, না হলে তার প্যাশন বের করা কঠিন।

ধন্যবাদ।

1 Like

Absolutely ভাই আমাদের আগে জানতে হবে করতে হবে এরপর আমরা বুঝতে পারব😊