ম্যাকবুক এয়ার M3 অথবা ম্যাক মিনি M4 ?

আমি সাধারণত টুকটাক ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজ করি আমার অন্যান্য কাজের পাশাপাশি। এতদিন ইউন্ডোজ ব্যবহার করতাম, কিন্তু এখন আপগ্রেড করার কথা ভাবছি। @rasel ভাইয়ের পোস্ট দেখে ম্যাক-এ সুইচ করার কথা ভাবছি। বাজেট বেশি না, তবে ম্যাকবুক এয়ার M3 পর্যন্ত এফোর্ড করতে পারবো।

তবে নতুন ম্যাক মিনি M4 আসার পরে একটু দ্বিধায় পড়ে গেছি। পারফরম্যান্সের দিক থেকে মনে হচ্ছে ম্যাক মিনি, ম্যাকবুক এয়ারের থেকে এগিয়ে থাকবে। কিন্তু যেহেতু আমার কাজের জন্য পোর্টেবিলিটি দরকার, তাই ম্যাকবুক এয়ার M3 নেয়াটা হয়তো সুবিধাজনক হতে পারে।

যদি অভিজ্ঞরা ম্যাকবুক এয়ার M3 নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতেন তাহলে ডিসিশন নিতে সুবিধা হত। পারফরম্যান্স, পোর্টেবিলিটি ও ব্যবহারিক সুবিধা নিয়ে যদি কারও পরামর্শ থাকে, প্লিজ জানাবেন।

ধন্যবাদ।

1 Like

এয়ার নট রিকমেন্ডেড। আমি কিনে বিরক্ত হয়ে ছোট ভাইকে দিয়ে দিয়েছি। ক্রোম আর সাথে অন্য কোন ভারী সফটওয়্যার ওপেন করলেই স্লো হয়ে যেত। পোর্টেবিলিটি এর জন্য ম্যাকবুক প্রো আর তা না হলে মিনি ভালো হবে।

4 Likes

প্রো এর এই বেজ মডেলটা কেমন হবে ?