আমরা এখন ওয়েব ডেভেলপমেন্ট শিখার জার্ণিতে আছি। HTML ও CSS শেখার পরই সামনে আসলো JavaScript।
কিন্তু প্রশ্ন হলো, এটা আসলে কী? আর কেন এটা শেখা জরুরি? শিখুন ডট নেটের ক্লাসে রাসেল ভাই বলেছেন জাভাস্ক্রিপ্ট কেন শিখবো খুঁজে বের করতে। চলুন চেষ্টা করে দেখি পারি কি না।
JavaScript কী?
JavaScript হলো প্রোগ্রামিং ভাষা, যা ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ করে। তাহলে মূলত HTML + CSS এর সাথে মিলে কাজ করে। এদের কাজ হলো:
→ HTML দিয়ে ওয়েবপেজের স্ট্রাকচার তৈরি হয়।
→ CSS দিয়ে সেই স্ট্রাকচারকে সুন্দর করা হয়।
→ কিন্তু ওয়েবসাইটকে ডায়নামিক ও ইন্টারঅ্যাক্টিভ করতে JavaScript লাগে!
শুধু HTML & CSS দিয়ে ওয়েবসাইটগুলো হয় একটা ছবি মতো। পুরাই স্ট্যাটিক। যেখানে ইউজার ইন্টারঅ্যাকশন করতে পারে না।
কিন্তু JavaScript ব্যবহার করলে সেই ওয়েবসাইটে বাটনে ক্লিক করলে কালার পরিবর্তন, ফর্ম সাবমিট, API থেকে ডাটা লোড, অ্যানিমেশন ইত্যাদি করা সম্ভব!
কেন JavaScript শেখা জরুরি?
১️. ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য
কোনো ওয়েবসাইটে স্ক্রল করলে কিছু অ্যানিমেশন দেখা যায়। ফর্ম সাবমিট করার সময় অটোমেটিক ভ্যালিডেশন হয়। এগুলো করা হয় JavaScript দিয়ে!
২. জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েব ডেভেলপমেন্ট অসম্পূর্ণ থেকে যায়
- Frontend Development (React, Vue, Angular)
- Backend Development (Node.js, Express.js)
- Mobile Apps (React Native, Ionic)
- Game Development (Phaser.js, Three.js)
এখনকার ওয়েবসাইট বা অ্যাপে JavaScript ছাড়া কিছুই চিন্তা করা যায় না।
৩. ক্যারিয়ার গড়তে হেল্প করে
“JavaScript Developer” বা “Frontend Developer” নামে অসংখ্য জব পোস্ট পাওয়া যায় নিয়মিত। অর্থাৎ, একজন ভালো JavaScript ডেভেলপারের চাহিদা সবসময় বেশি।
JavaScript দিয়ে কী করা যায়?
জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা যায় না সেটা খুঁজে বের করাই কঠিন। নিচে কিছু কিছু তুলে ধরছি দেখুন:
ডায়নামিক ওয়েবসাইট বানানো যায়। (ইউজার ক্লিক করলে কিছু হবে)
ফর্ম ভ্যালিডেশন করা যায়। (ইউজার ভুল ইনপুট দিলে সতর্ক করা)
ডাটা লোড করা যায়। (AJAX, Fetch API)
গেম তৈরি করা যায়। (Phaser.js)
ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করা যায়। (Node.js)
JavaScript শেখার পর আমরা কী করতে পারব?
যদি বেসিক ভাবে চিন্তা করি তাহলে, একটি সাইটকে ইন্টারেক্টিভ করার জন্য সবকিছুই করতে পারবো। যেমন,
→ বাটনে ক্লিক করলে কালার পরিবর্তন করা
→ ইউজারের ডাটা নিয়ে রিয়েল-টাইম ফিডব্যাক দেওয়া
→ ডাইনামিক ওয়েব অ্যাপ বানানো
→ API থেকে ডাটা নিয়ে ওয়েবসাইটে দেখানো
অর্থাৎ, JavaScript হলো ওয়েব ডেভেলপমেন্টের জাদুর কাঠি! আর আমরা হলাম জাদুকর জুয়েল আইচ। দেখা যাক আমরা কতটা জাদু দেখাতে পারি।
কি মনে হয়? আমরা পারবো?