আজ আমরা Kali Linux এ ও Linux Distro তে XAMPP ও Wordpres ইন্সটল শিখবো।
XAMPP ইন্সটল
প্রথমে XAMPP এর Official site : XAMPP official website. থেকে Download করবো এটি xampp-linux-x64-8.2.12-0-installer.run হিসাবে Downloads এর ভিতর থাকবে। এরপর terminal open করে নিচের command গুলো লিখবে।
১. cd ~/Downloads
২. chmod +x xampp-linux-x64-8.2.12-0-installer.run
(এই command টি File (.run) টির Execute হবার কাজ করবে)
৩. sudo ./xampp-linux-x64-8.2.12-0-installer.run
(এই command টি File (.run) টির ইন্সটল এর কাজ করবে)
৪. sudo /opt/lampp/lampp start
(এই command টি এর মাধ্যমে mysql, apache2, php চালু হবে)
এর পর আপনার Browser এর Addres Bar এ http://localhost লিখলে XAMPP এর Dashboard দেখা যাবে। হয়ে গেলো XAMPP ইন্সটল।
Note : Xampp আপনার Kali Linux এর File system এর Opt Folder এর ভিতর থাকবে।
Wordpress হন্সটল।
Note : wordpress হচ্ছে server নির্ভর তাই XAMPP ইন্সটল করলে আলাদা ভাবে mysql/mariadb, php, apche2 ইন্সটল করার দরকার নাই।
wordpress ইন্সটল করা জন্য termial এর মাধ্যমে official site থেকে wordpress এর zip ফাইলটি download করতে হবে যা Downloads এর ভিতর থাকবে।
১. wget https://wordpress.org/latest.tar.gz
২. cd Downloads
৩. tar -xvzf latest.tar.gz
( এই command এর মাধ্যমে zip ফাইলটি unzip হবে )
৪. sudo mv wordpress /opt/lampp/htdocs/
( এই command এর মাধ্যমে wordpress ফাইলটি htdocs স্থানান্তরিত হবে )
এর পর আপনার Browser এর Addres Bar এ http://localhost/wordpress লিখলে wordpress এর Database Creat windows দেখা যাবে। এখান থেকে
Database Name : wordpress_db (অথবার আপনার ইচ্ছামত নাম দিতে পারেন।)
usernamme : root
Password : *******
Database host : localhost
ইত্যাদি দিতে submit করে run the installation করতে হবে।
এ সময়ে আপনার site name, username, password, email (optional) দিতে হবে। এর পর install wordpress এ click করতে হবে। ইন্সটল হয়ে গেল আপনার Browser এর Address Bar এ http://localhost/wordpress/wp-admin লিখলে wp এর login window আসবে এখান থেকে আপনার username, password দিলে WP window খুলবে, হয়ে গেলো আপনার wordpress install.
ধন্যবাদ সবাইকে ।