Ielts কি? কিভাবে ielts এর জন্য প্রস্ততি নিতে পারি?

IELTS কী?
International English Language Testing System (IELTS)

IELTS করার পূর্বেও কিছু প্রস্তুতি থাকে যেগুলো তে আপনার ধারনা থাকলেই কেবল IELTS এ ভালো একটা স্কোর করতে পারবেন।

প্রথমেই আপনাকে জানতে হবে IELTS টা কি? এবং এটা কিভাবে আপনার Language Skill Upgrade করতে সাহায্য করবে।

এখানে ৪ টা পার্ট থাকে!

  1. READING
  2. WRITING
  3. LISTENING
  4. SPEAKING

এখন IELTS করলেই যে আপনি ইংরেজিতে ভালো করে ফেলবেন ব্যাপার টা এমন না। আপনার ব্যাসিক টা অনেক গুরুত্বপূর্ণ এক্ষেত্রে।

প্রথমেই আপনাকে গ্রামার সম্পর্কে ধারণা রাখতে হবে!

Tense, এর প্রকারভেদ, কোথায় কিভাবে ব্যাবহার করবেন!

এগুলো জানলে আপনার Writing + Speaking এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগবে।

পূর্ব প্রস্তুতি কি?

পূর্ব প্রস্তুতি হলো আপনি ইংরেজির এই ব্যাসিক ব্যাপার গুলো ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবং এগুলোতে আপনি স্বতঃস্ফূর্ত!

আর যদি এক্ষেত্রে আপনার দূর্বলতা থাকে তাহলে আগে ব্যাসিক ক্লিয়ার হয়ে আসুন।ইউটিউবে অনেক কোর্স পেয়ে যাবেন যেগুলো করলে হয়তো ১ মাসের মধ্যে আপনি ব্যাসিক ক্লিয়ার করে ফেলবেন যদি নিয়মিত সময় দেন।

এবার আসুন IELTS এর প্রস্তুতিতে!

1. READING
শব্দটা খুব ইজি মনে হলেও এটাই অনেক কঠিন, কারন প্যাসেজ এর মধ্যে থেকে প্রশ্ন আসবে কিন্তু এক্সাটলি কোথায় থেকে আসবে, কিভাবে আসবে এই ব্যাপার টা অনেকেই বোঝে না, এবং এক্ষেত্রে আরেকটা ব্যাপার হলো সময়!

আপনাকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে এটা শেষ করতে হবে! সুতরাং বুঝতেই পারছেন।

আচ্ছা এখানে একটা ব্যাপার প্রতেকটা মডিউল এই ৩ টা স্টেপ থাকে।

  1. Basic
  2. Medium
  3. Hard

রিসোর্সঃ- বাংলাদেশের অনেক সুনামধন্য প্রতিষ্ঠান আছে যেগুলো আপনাকে IELTS এ স্কোর অনেক বেশি তুলে দেবে বলে অনেক হাইপ দেখবেন।তবে এক্ষেত্রে আমার কাছে ভালো লেগেছে Banglay Ielts নামের একটা পেইজ, ইউটিউব চ্যানেল এবং প্রতিষ্ঠান! যেটা পরিচালনা করেন Rashed Bhai!

এক্ষেত্রে অনেক টেকনিকের প্রয়োজন হয় অল্প সময়ে প্রশ্ন খুজে উত্তর দেওয়ার যেটা রাশেদ ভাই দারুণ ভাবে দেখিয়েছেন ইউটিউব চ্যানেলে।

2. WRITING
রাইটিং টাও অনেক গুরুত্বপূর্ণ এবং ট্রিকি আমাদের লেখার অভ্যাস নেই তাই অনেকেই এই ক্ষেত্রে ধরা খেয়ে যায়!
স্কোর কম আসে!

রাইটিং এর জন্য কিছু টিপস, ট্রিকস, পেয়ে যাবেন হয়তো বিভিন্ন গ্রুপে তবে আমার সাজেশন থাকবে একদম শুরু থেকে আপনার লেখাপ্র‍্যাকটিস করা এবং সেটা আপনার মেন্টর বা এক্সপার্ট কাউকে দেখানো যাতে সে আপনার ভূল গুলো ধরিয়ে দেই এবং আপনি সেগুলো শুধরে নিতে পারেন।

রিসোর্সঃ আমার সঠিক মনে পড়তেছে না তবে ইউটিউবে একটু সার্চ করে দেখে যেটা আপনার জন্য ইফেকটিভ মনে হয় সেটা ফলো করতে পারেন।

টিপ্স: Basic Writing flow ঠিক রেখে, Advance Word বাক্যের মধ্যে ব্যাবহার করা! punctuation, Letter কোথায় বড়, কোথায় ছোট বসবে, দাড়ি, কমা কোথায় হবে এই ব্যাপারে সতর্ক থাকা।

3. LISTENING
অনেক গুরুত্বপূর্ণ এবং এটা অনেকেই ভয় পাই! কিন্ত, এটা অনেক দারুণ আপনার ব্যান্ড স্কোর উঠাতে সাহায্য করবে।
প্র‍্যাকটিস করবেন শুরু থেকে, এক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। এই যেমন দুজনের মধ্যে কথোপকথন, একজন আপনাকে ইন্সট্রাকশন দিচ্ছে সেই অনুযায়ী আপনি পথ সিলেক্ট করছে, বিভিন্ন ম্যাপের বর্ণনা করছে আপনি সেগুলো সঠিকভাবে ফিলাপ করছেন।

তবে এটা অনেক কনফিউজিং এক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং কিছু টিপ্স, ট্রিকস ফলো করতে হবে।

4. SPEAKING
আমাদের জন্য ভয়ংকর একটা ব্যাপার!:grinning:
অনেকেই আমরা আছি যারা ১০ জন লোকের সামনে বাংলাতেই ভালো ভাবে কথা বলতে পারি না!
সেখানে কি না আমাকে ইংরেজিতে কথা বলতে হবে।

এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো নিজের কনফিডেন্স বিল্ড করা! যেটাতে আপনি ভালো সেটা বার বারপ্র‍্যাকটিস করা!

প্রথমেই স্ক্রিপ্ট লিখে বুঝে বার বারপ্র‍্যাকটিস করে কনফিডেন্স বাড়ানো, এরপর ছোট, ছোট টপিক অনুযায়ী ১-৩ মিনিট কথা বলারপ্র‍্যাকটিস করা।

Random topic select করে প্র‍্যাকটিস করা। হতে পারে আপনার গতদিন কি, কি করেছেন, হতে পারে আপনার আগামিকালের প্ল্যান। হতে পারে আপনি একটা যায়গা ভিজিট করেছেন কি, কি দেখেছেন সেটা সম্পর্কে বলা ইত্যাদি।

একজন স্পিকিং পার্টনার খুবই গুরুত্বপূর্ণ এখানে, সুতরাং আপনার ভুলগুলো সে ধরিয়ে দেবে।

আর যদি না থাকে তাহলে মোবাইলের ক্যামেরার সামনে এসে রেকর্ডিং অন করে কথা বলা এবং সেই অনুযায়ী প্র‍্যাকটিস করে ভুলগুলো শুধরানো!।

প্র‍্যাকটিস কোথায় কিভাবে করবেন?

ক্যাম্ব্রিজ বই গুলো কিনুন এবং সেই অনুযায়ীপ্র‍্যাকটিস শুরু করুন, পূর্বের প্রশ্ন গুলো সমাধান করার চেষ্টা করুন।

প্রস্তুতি গ্রহন করে কনফিডেন্স পেলে ৩-৫ টা মকটেস্ট দিন এবং সেখান থেকে ভুলগুলো শুধরে নিন।

লেগে থাকুন সফলতা আসবেই ইনশাআল্লাহ! :raised_hands:

5 Likes

Vai, missing your English Classes started alongside WSE course. :+1:

আমার কাছে মনে হয় ৩-৪ মাস আগে https://takeielts.britishcouncil.org/ সাইটে যেয়ে নিজে রেজিস্ট্রেশন করে, কোন একটা কোচিং এ যেয়ে এক মাসের কোর্স করে ফেলা ভালো।
কোচিং থেকে ধারাবাহিক উপায়ে কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় জেনে নিতে হবে পাশা-পাশি IELTS এর রেজিস্ট্রেশন করার পরে যে premium resource পাওয়া যায় ঐখানে ৪০ টা মক থাকে সাথে অনলাইন ক্লাস তো আছেই। এই গুলা নিয়মিত প্রাক্টিস করে পরীক্ষা দিলে এবং আল্লাহ্‌ চাইলে আশানুরুপ রেজাল্ট পাওয়া সম্ভব।

1 Like