IELTS Guideline for overall 6.5 score in 15 days

IELTS এর ভাল স্কোরের জন্য শুধু English জানার থেকেও গুরুত্বপূর্ণ কিছু টেকনিক ফলো করা ।
আমি ১৫ দিনে কিছু টেকনিক ফলো করে আলহামদুলিল্লাহ ৬.৫ স্কোর অর্জন করতে সক্ষম হই । খুঁজে খুঁজে এমন কিছু টেকনিক ফলো করি যেটা আমাকে কম সময়ের মধ্যে টার্গেট পূরণ করতে সক্ষম হই। আমি যা যা সাজেস্ট করবোঃ

১। কেমব্রিজ এর IELTS Academic বই গুলো ১৩-১৮ প্রাক্টিস করা। এগুলো দারাজে পাবেন কম দামে। প্রাকটিস এর জন্য অনেক কাজের। মনে রাখবেন এগুলো প্রাকটিস করে আপনার গড় স্কোর যত আসবে আপনি যদি চেষ্টা করেন তবে ফাইনাল এক্সামে তার থেকে .৫ বা ১ স্কোর বেশি করতে পারবেন
২। ইউটিউবে IELTS Advantage চ্যানেল টা ফলো করবেন সেখানে কিছু টিপস ট্রিকস শেয়ার করা আছে। এছাড়া মুনজেরিন শহীদের IELTS এর যে প্রিমিয়াম কোর্স আছে সেটাও বেশ কাজের। অনলাইনে সার্চ করলে ফ্রীতে পাওয়া যায় । যদি না কিনতে চান তো খুঁজেই ডাউনলোড করে নিতে পারেন । টেকনিকগুলো নোট করে মনে রাখার চেষ্টা করবেন।
৩। কম্পিউটার বেজড এক্সাম যদি দিতে চান সেক্ষেত্রে রিডিং এ ভাল সুবিধা পাবেন । টাইপিং স্পিড ভাল থাকলে রাইটিং এও সুবিধা পাবেন । তবে লিসেনিং কঠিন মনে হতে পারে । লিসেনিং এর জন্য পেপার বেজড এক্সাম এ সুবিধা পাওয়া যায় এক্সট্রা ১০ মিনিট আর কম্পিউটার বেজডে ২ মিনিট ।
৪। ব্রিটিশ কাউন্সিলে IELTS রেজিস্ট্রেশন করলে আপনাকে কিছু প্রাকটিস এর জন্য কম্পিউটার বেজড IELTS এর মত ওয়েবসাইট পাবেন। সেখানে আপনি প্রাকটিস করতে পারেন। যদিও এটা কেম্ব্রিজ বই এর বিকল্প নয় তবে কম্পিউটার বেজড পরীক্ষা দিতে চাইলে এটা আপনাকে ভাল আইডিয়া দিবে ।
৫। রিডিং ও রাইটিং এর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । স্পিকিং এর ক্ষেত্রে প্রাক্টিস গুরুত্বপূর্ণ। যে কোন টপিক এর উপরে ২ মিনিট বকবক করার অভ্যাস করতে হবে। লিসেনিং টা সহজ হবে যদি ইংলিশ সিনেমা দেখার বা ইংলিশ গান শোনার অভ্যাস থাকে ।

5 Likes

বাংলায় এর থেকে ভাল ফ্রী ক্লাস পাইনি…।

1 Like

Liz IELTS সব থেকে ভালো। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনি প্রমোটর। বহু লোক বাংলায় IELTS এ যেয়ে বাশ খাইছে।

আমি তো বাংলায় IELTS সাজেস্ট করিনি পোস্টে ওটা একজন কমেন্ট করেছে । আমার কাছে খুব বেশি ভাল লাগেনি ওটা। IELTS Advantage চ্যানেল এর কথা বলেছি পোস্টে।

1 Like