https://cobegbd.com/ এটার মতো একটি ওয়ার্ডপ্রেস সাইট বানাতে চাইলে কোন থিম ও কোন কোন প্লাগিন ব্যাবহার করা লাগতে পারে (ফ্রী থিম ও প্লাগিন হতে হবে)। মূলত অনলাইন (মোবাইল গেম) ফুটবল টুর্নামেন্ট ম্যানেজমেন্ট সাইট। ব্যাবহারকারীরা রেজিস্ট্রেশান করে ক্লাব তৈরি করে অথবা কোন ক্লাবে জয়েন করে অথবা solo match এ অংশগ্রহণ করতে পারবে। টুর্নামেন্ট রেজাল্ট এর উপর ভিত্তি করে পয়েন্ট দেয়া হবে। এছাড়াও সাইটে নিজের, ক্লাবের ও জেলা ভিত্তিক রাঙ্কিং দেখা যাবে। প্রত্যেক ক্লাবের নিজস্ব পাসওয়ার্ড থাকবে যেন যেকেউ ক্লাবে জয়েন না হতে পারে।
কি কি প্লাগিন এর মাধ্যমে এসকল ফিচারস গুলো পাওয়া যাবে? অগ্রিম ধন্যবাদ।