ফর্ম বানানোর সময় আমরা সাধারণত text, textarea, select, radio, checkbox ব্যবহার করে থাকি। কিন্তু HTML5 এ দারুণ দারুণ কিছু ইনপুট ফিল্ড পাওয়া যায় যেগুলা আমরা সাধারণত ব্যবহার করি না। চলুন দেখি সেগুলা
এইগুলা ব্যবহার করলে বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, ম্যাক, আইওএস, এন্ডয়েড এ বিশেষ ইউআই সুবিধা পাবেন। যেহেতু নেটিভ সুবিধা পাবেন সেহেতু বেস্ট ইউজার এক্সপেরিয়েন্স পাবেন। তাছাড়া ব্যাকেন্ড এবং ফ্রন্টেন্ডে ভ্যালিডেশন করতে পারবেন সহজেই। কোন লাইব্রেরি ছাড়াই এই কাজগুলা ডিফল্টভাবে পাবেন। সুতরাং স্পেসিফিক কোন কিছু প্রয়োজন হলে নেটিভ ব্যবহার করাটাই ভালো হবে। কোন কিছু মিস করলে জানাবেন। এই পোস্টটি মূলত ভাবানুবাদ করেছি ইংরেজি এই পোস্ট থেকে।