এলিমেন্টরে থিম কাস্টমাইজ করে ক্লাইন্টকে ওয়েবসাইট বানিয়ে দিতে চাচ্ছি, শিখতে গিয়ে দেখছি HTML,CSS, Java script জানলে অনেক কিছুই সমাধান করা যায়। এখন HTML,CSS, Java script কোথায় থেকে শিখব গ্রাফিক্স ডিজাইন করে ফাইভার থেকে আমার কিছু রিপিট ক্লাইন্ট আছে। মূলত তাদের সার্ভিস দিতে চাই।
আপনি বাংলাটা শিখলে বেশি জিনিস বিস্তারিত শিখতে পারবেন।আর হিন্দিতেও একই কিন্তু হিন্দি যে প্লেলিস্টটা দিয়েছি ওনি একটু ইন্টারটেইনিং তাই শিখার সময় বোর কম হবেন আশা করি।আর হিন্দি প্লেলিস্টটাতে একটা প্লেলিস্ট এ সব তিনটা ভাষায় এরেঞ্জ করা আছে তাই ওটা ভালো হতে পারে।বাকি আপনার ইচ্ছা।