পোর্টফলিও এর জন্য আমাদের দেশের কোন হোস্টিংটা ভালো হবে বলে আপনি মনে করেন। আমি শেয়াড হোস্টিং নাহ নিয়ে ডেডিকেটেড কোন হোস্টিং নিবো কি? এখন যেটা আছে সেটা Netlify তে হোস্ট করা ফ্রীতে, তাই নিজের হোস্টিং নিতে চাচ্ছি।
Portfolio সাইটের জন্য খুব বেশী রিসোর্স লাগেনা । IT Nut Hosting এ Premium package টা দেখতে পারেন। অল্পের মধ্যে ভালো হবে। এক্সট্রা ওয়েবসাইট ও যদি ফিউচার এ লাগে তাহলে হোস্ট করত্র পারবেন।
আমার ব্যবহারের অভিজ্ঞতা থেকে কয়েকটা কোম্পানির বিষয়ে বলছি। এর বাইরেও ভালো থাকতে পারে, তবে আমার সেগুলো ব্যবহারের অভিজ্ঞতা হয়নি আরকি।
১। পারফর্মেন্স ও সাপোর্ট উভয় দিক দিয়ে বেস্ট হলো Exonhost। তবে দাম একটু বেশি।
২। যদি সিঙ্গাপুর সার্ভার প্রেফার করেন এবং কিছুটা কম দামে পেতে চান, তাহলে তাহলে Namepart। পারফরমেন্স ওদের বেশ ভালো, সাপোর্টও ভালো। তবে একটু স্লো এবং তুলনামূলক কম প্রফেশনাল।
৩। আর চিপ প্রাইসে ভালো পারফর্মেন্সের বিডিআইএক্স সার্ভারের জন্য Zeeroow ব্যবহার করি। এদের প্রাইস অনুপাতে পারফর্মেন্স বেশ ভালো। তবে সাপোর্ট স্লো।
৪। Hexazn নামে আরেকটা কোম্পানির অ্যাড ইদানীং দেখছি। এদের কনফিগারেশন অনুযায়ী দামে বেশ ভালো। তবে ব্যবহার করা হয়নি এখনো।
উল্লেখ্য, শেষোক্ত দুটি কোম্পানিই Tomattos-এর সার্ভার ভাড়া করে চালায়
বাংলাদেশে কয়েকটি হোস্টিং কোম্পানি ব্যবহার করার সুযোগ হয়েছে আমার। আসলে নিজে ব্যবহার না করে ভালো বা খারাপ বলাটা ঠিক না। আমার কাছে Exonhost ভালো লেগেছে।
ওদের থেকে একবার নিয়ে আমি চরম বিপদে পড়েছি। সার্ভার ক্রেস করে আমার প্রায় ৭০ টার মতো সফটওয়্যার এবং ওয়েবসাইট ভ্যানিশ হয়ে গেছে। পরবর্তীতে তারা একটা ব্যাকাপও আমাকে দিতে পারেনি। আমি চরম মাত্রায় বিপদে পড়েছিলাম। ক্লায়েন্ট গুলোকে ম্যানেজ করতে আমাকে অনেক টাকা লস দিতে হয়েছিল, সফটওয়্যার বা ওয়েবসাইটগুলো ক্লাইন্টদেরকে দিয়েছি ঠিকই কিন্তু তাদেরকে কোন ডাটা দিতে পারিনি।
এ নিয়ে ওদেরকে কমপ্লেন করলে উল্টা পাফর নিল আমার সাথে। যার কারণে তাদের সাথে সেখানেই বন্ধ করে দিয়েছি সবকিছু।