Headless WordPress এবং Next.js দিয়ে Blog তৈরি করার অভিজ্ঞতা

আসলামুয়াই আলাইকুম,
আমি নতুন, তাই যদি ছোটখাটো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে ক্ষমার চোখে দেখবেন। আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালোভাবে লেখার চেষ্টা করবো।

Headless WordPress এবং Next.js দিয়ে Blog তৈরি করার অভিজ্ঞতা
সবাইকে স্বাগতম! সম্প্রতি আমি WordPress এবং Next.js ব্যবহার করে একটি প্রজেক্ট শেষ করেছি এবং এটি শেয়ার করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত! আমি WordPress কে Headless CMS হিসেবে ব্যবহার করেছি এবং এর মাধ্যমে ডাটা ফেচ করে Next.js দিয়ে ফ্রন্টএন্ড তৈরি করেছি। নিচে সংক্ষেপে এর ধাপগুলো শেয়ার করছি:

কাজের ধাপসমূহ:
Laragon ওপেন এবং WordPress ইনস্টল করা: প্রথমে Laragon ওপেন করে WordPress ইনস্টল করি এবং Admin প্যানেলে লগইন করি।
Post যুক্ত করা: ৪-৫টি ব্লগ পোস্ট অ্যাড করেছি WordPress এর মাধ্যমে।

আমি WordPress REST API ডকুমেন্টেশন এক্সপ্লোর করেছি। ডেটা ফেচ করার উপায় বুঝতে আমি অফিসিয়াল WordPress REST API ডকুমেন্টেশন রেফার করি। আপনি posts, media, categories, tags এবং users সম্পর্কিত ডেটা তাদের নির্দিষ্ট এন্ডপয়েন্ট গুলো ব্যবহার করে দেখতে পারেন:

  • Posts: /wp-json/wp/v2/posts
  • Media: /wp-json/wp/v2/media
  • Users: /wp-json/wp/v2/users
  • Tags: /wp-json/wp/v2/tags
  • Categories: /wp-json/wp/v2/categories

বিস্তারিত জানতে এখানে দেখুন: WordPress REST API ডকুমেন্টেশন

Custom Hook তৈরি: এর পর আমি useBlog নামে একটি hook তৈরি করি যা পোস্টের সমস্ত ডাটা ফেচ করার জন্য ব্যবহার করি।

Category এবং Post এর ডাটা ম্যানেজমেন্ট: আমি দেখেছি যে পোস্টের ক্যাটাগরির ডাটা এই রকম ছিল—category: [1, 4, 7], যা একটি array of object। তাই আমি post ডাটা ফেচ করে, Category সাথে ফিল্টার করে সব post গুলো Category সহ Blog Section এর মধ্যে দেখাই।

User এবং Tags এর কাজও একইভাবে করেছি, category মতোই আমি ইউজার এবং ট্যাগসের ডাটা একই পদ্ধতিতে ফেচ এবং ফিল্টার করে দেখিয়েছি।

এটি থেকে কি শিখলাম:
Headless WordPress এবং Next.js দিয়ে কাজ করলে আরও ফ্লেক্সিবল এবং পারফরম্যান্ট সাইট তৈরি করা যায়।

API দিয়ে ডাটা ফেচ এবং Dynamic Routing-এর সুবিধা Next.js-এ দুর্দান্ত!

WordPress, Next.js দিয়ে তৈরি সাইট SEO-Friendly এবং দ্রুত লোড হয়।

আপডেট: আমি GraphQL ব্যবহার করে প্রক্রিয়াটি কীভাবে সহজ করা যায় তা নিয়ে কাজ করবো! খুব শীঘ্রই আমি একটি ব্লগ পোস্ট লিখবো যেখানে আমি যে ধাপগুলো অনুসরণ করে এবং GraphQL কীভাবে সবকিছু সহজ করতে সাহায্য করে তা ব্যাখ্যা করবো। আরও জানতে অপেক্ষায় থাকুন!

আশা করি এই পোস্টটি আপনার উপকারে আসবে। যেকোনো প্রশ্ন থাকলে জানাবেন!

nextjs #HeadlessWordPress webdevelopment react wordpress #CMS #BengaliWebDev frontenddevelopment

10 Likes

WordPress plugin development Shikar resource gula share korte paren

খুব ভালো লিখেছেন।
আমি নিজেও ট্রাই করে পরে লিখবো ইন-শা-আল্লাহ

2 Likes

ধন্যবাদ ভাইয়া, পরের বারে চেষ্টা করবো :+1: