নিজের স্মার্টফোনকে বানান HD ওয়েবক্যাম!

TLDR
একদম ফ্রি তে স্মার্টফোনকে ওয়েবক্যামে পরিণত করে অসাধারণ কোয়ালিটিতে ভিডিও/মিটিং/সেমিনার ইত্যাদি করতে Camo Camera অ্যাপ এবং সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করতে পারেন। বিভিন্ন অ্যাপ এবং পেইড সলিউশন ব্যবহার করার পরে মনে হলো ফ্রিতে এমন একটা সলিউশন পাওয়াটা অত্যন্ত সৌভাগ্যজনক!

একজন ডেস্কটপ ইউজার হিসেবে আমি সবসময়ই চাইতাম ওয়েবক্যাম ব্যবহার করে অনলাইনে বিভিন্ন ক্লাস এবং মিটিং গুলোতে জয়েন করতে। আবার মাঝেমাঝে মনে হতো, আমার স্ক্রিণকাস্ট গুলোতে আরেকটু পার্সোনাল টাচ দিতে যদি ওয়েবক্যাম অন করে নিজেকে দেখিয়েই কিছু অংশ রেকর্ড করি — তাহলে হয়ত আমার অডিয়েন্সের কাছেও ব্যাপারটা ভালো লাগবে।

কিন্তু সমস্যাটা বাঁধলো কোন ব্রান্ডের কেমন ওয়েবক্যাম কিনলে ভালো হবে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে!
দেখলাম মোটামুটি বাজেটের মধ্যে ৪-৫ হাজার টাকা খরচ করলে বাজারে যেসব ওয়েবক্যাম পাওয়া যায় তার চেয়ে ২০১৪-২০১৫ সালের সময়কার নোকিয়ার একটু দামী ফোন গুলোর ক্যামেরার কোয়ালিটি আরো ভালো ছিলো। আবার এই মুহূর্তে নতুন ওয়েবক্যাম ইউজার হিসেবে ওয়েবক্যামের পেছনে বেশী টাকাও নষ্ট করতে ইচ্ছে করলো না। তখনই আমার নজর পড়লো হাতে থাকা স্মার্টফোনটার দিকে…

হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। ভাবলাম, যদি কোনোভাবে হাতে থাকা স্মার্টফোনটাকেই ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায়, কেমন হয়? এমনিতেই আমার ফোনের পেছনের বা রিয়ার ক্যামেরা মাত্র ৮ মেগাপিক্সেলের। এটাকে ওয়েবক্যাম বানাতে পারলে অবশ্য মন্দ হবে না। বা এটা কি আদৌ সম্ভব? হয়ত, হতেও পারে!

যেই ভাবা সেই কাজ। অনলাইনে খোঁজাখুঁজি করে জানলাম Iriun Webcam নামের একটা সফটওয়্যার স্মার্টফোনে এবং পিসি তে ইন্সটল করে ওয়াইফাই কিংবা ইউএসবি কেবল এর মাধ্যমে সংযুক্ত করলে ফোনের ক্যামেরাকেই ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে। হলোও তাই! আমি কিছুদিন সন্তুষ্ট রইলাম এ নিয়ে, কয়েকটা ক্লাস এবং অনলাইন মিটিংও করলাম। কিন্তু কেনো যেনো মনে হতে থাকলো, ৮ মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে ভিডিও কোয়ালিটি আরেকটু ভালো এবং ঝকঝকে হওয়ার কথা। আমি হয়ত এর ফুল পটেনশিয়ালটা ব্যবহার করতে পারছি না কোনো কারণে!

মনে মনে সলিউশন খুঁজতে থাকলাম। Iriun Webcam এর চেয়েও ভালো অল্টারনেটিভ খুঁজতে খুঁজতে একদিন চায়ের দোকানে আড্ডা দিতে দিতে বন্ধু মাহিমের নতুন Honor X9B ফোনে একটা ইন্টারেস্টিং অ্যাপের আইকন দেখতে পেলাম যেটা দেখতে অনেকটা ফোনের ক্যামেরা অ্যাপের মত। আমি ভাবলাম হয়ত গুগল ক্যামেরা অ্যাপের মত এটাও হয়ত তেমন কিছুই হবে। আবার নামও দেখলাম Camo Camera লেখা।

বন্ধুকে এক কাপ দুধ চা আর কেক এর লোভ দেখিয়ে সাথে সাথেই বাগিয়ে নিলাম অ্যাপের ব্যাপারে নানান তথ্য :grin: যেটা আপনাদের সাথে ফ্রিতেই শেয়ার করতে যাচ্ছি এক্ষুনি! (না, আমাকে চা বা কেক কিছুই খাওয়াতে হবে না)


বাসায় এসে সিরিয়াসলি বসে গেলাম Camo Camera অ্যাপকে নিয়ে পড়াশোনা করতে। মাহিম বলেছিলো এই অ্যাপটা ফোনে এবং পিসিতে এর সফটওয়্যারটা ইন্সটল করে কানেক্ট করে নিতে পারলে ফোনের ক্যামেরাকেই ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করে একদম ক্লিয়ার এবং HD কোয়ালিটিতে ভিডিও করা যাবে। এছাড়াও এটা উইন্ডোজ এবং ম্যাক দুই প্লাটফর্মেই একদম ফ্রিতে ব্যবহার করা যাবে। Iriun Webcam এ যেমন ভিডিওতে ওয়াটারমার্ক দেখাতো, এটাতে সেরকম কোনোই ঝামেলা নেই।

সব কিছু সেটাপ করে দেখলাম আসলেই ঘটনা সত্যি! শুধু এটাই না, বরং ভিডিওর ফোকাস কন্ট্রোল করা থেকে শুরু করে বিভিন্ন কালার প্রোফাইল সেট করা, ভিডিও জুম করা, কালার কোয়ালিটি, হিউ, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ইত্যাদি বাড়ানো-কমানো সবই করা যায়! এমনকি, ডেস্কটপের অ্যাপের মধ্যে থেকে ভিডিও রেকর্ডিংও করা যায়। আমি আমার OBS Studio তে সেটআপ করে দেখলাম বেশ ভালোভাবেই সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করছে। আর ভিডিও কোয়ালিটি? ওফ দাদা সে কী বলবো! ফোনের ক্যামেরা থেকে ভিডিও করলে যেমন কোয়ালিটিতে দেখা যায়, একদম তেমনই!


আশা করছি আজকের এই ছোট্ট প্রোডাক্টিভিটি টিপস আপনার কোনো না কোনো কাজে আসবে। সময় করে পড়ার জন্য ধন্যবাদ!
ভালো থাকবেন।


প্রয়োজনীয় লিংক সমূহঃ

39 Likes

দারুন বুদ্ধি। আমি অভিভূত আপনার বুদ্ধি দেখে

4 Likes

image

11 Likes

ভাইই, ওয়েবক্যাম & মাইক্রোফোন একসাথে ইউজ করা যায়?

2 Likes

হ্যাঁ, করা যায় ভাই। আপনি নিজেই ট্রাই করে দেখতে পারেন

1 Like

ভালো হইসে ভাই, ভালো লিখেছেন

2 Likes

Informative bhai. Thanks for sharing

2 Likes

আপনার চেহারা তো নায়কের মত। ক্যামেরা ভালো না হলে কি চলে? আমরা যারা বিয়ে করে ফেলেছি তাদের ক্যামেরা অনই করা লাগে না।

24 Likes

ভাই Appটি অসাধারণ অনেক ভালো কাজ করে, আমিও ইউজ করেছি।

কিন্তু একটি সমস্যা আমি ফেশ করেছি, সেটা হচ্ছে ভাইয়া যদি WiFi দিয়ে লং টাইম ইউজ করি তাহলে একটু সমস্যা হয়, মোবাইল অনেক গরম হয়ে যায়, হতে পারে এই সমস্যাটি শুধু আমার ফোনের সাথে হয়ে থাকে, তারপরও Appটি অনেক অসাধারণ।:smiling_face_with_three_hearts:

অনেক সুন্দর আর্টিকেল ভাইয়া অসাধারণ হয়েছে সুন্দর ভাবে বুঝতে পারলাম জিনিসটা আরো অনেক রকম ওয়েব ক্যামেরা আছে সেটিও আমার জানা হলো।
ধন্যবাদ ভাইয়া :heart:

2 Likes

আমি এই পর্যন্ত অনেক গুলো ওয়েবক্যাম সফটওয়্যার ব্যবহার করেছি, কিন্তু এটার এত ফিচার ওয়ালা কোন সফটওয়্যার পাইনি তাও আবার ফ্রি ভার্সনে।

নাহিয়ান ভাইয়াকে ধন্যবাদ ছোট করবনা। তবে মন থেকে দোয়া রইল আমাদের শেয়ার করার জন্য।

1 Like

একদম প্রয়োজন মত সময়উপযোগী একটা লেখা আমার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া:heart::heart:

2 Likes

আপনার লেখার ধরন কিন্তু অসাধারণ ভাই। গল্পের মাঝে শিখিয়ে দিলেন পুরো ব্যাপারটা :heart::heart:

1 Like

আমিও চালাক হতে চাই। আমাকে শিখিয়ে দিলে আমিও চালাক হতে পারব😉

1 Like

অনেক ধন্যবাদ এইরকম একটা বিষয় শেয়ার করার জন্য :heart::heart::heart:

1 Like

@alnahian2003 ভাই আপনার প্রোফাইল পিকচার কি AI দিয়ে জেনারেট করা? আপনার চেহারার সাথে এতটা মিল কিভাবে হল? কোন টুলস বা কিভাবে করলেন? একটু বলবেন?

1 Like

Darun kajer jinish :grin:

1 Like

মালটাকে চেনা চেনা লাগে :stuck_out_tongue:

1 Like

This is Amazing bhai! I have been using DroidCam for years. Now found a far better alternative! Thank you Bhai!
PS: Having some lagging issues. Amy solution for that? @alnahian2003

1 Like

ভাবছিলাম লাইভ স্ট্রিমিং করা যাবে, তাই ইন্সটল দিলাম, হইলো না :upside_down_face:

ল্যাগিং ইস্যুটা কেনো হচ্ছে সেটা বলতে পারছি না। ট্রাবলশ্যুট করে দেখতে পারেন। ধন্যবাদ