TLDR
একদম ফ্রি তে স্মার্টফোনকে ওয়েবক্যামে পরিণত করে অসাধারণ কোয়ালিটিতে ভিডিও/মিটিং/সেমিনার ইত্যাদি করতে Camo Camera অ্যাপ এবং সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করতে পারেন। বিভিন্ন অ্যাপ এবং পেইড সলিউশন ব্যবহার করার পরে মনে হলো ফ্রিতে এমন একটা সলিউশন পাওয়াটা অত্যন্ত সৌভাগ্যজনক!
একজন ডেস্কটপ ইউজার হিসেবে আমি সবসময়ই চাইতাম ওয়েবক্যাম ব্যবহার করে অনলাইনে বিভিন্ন ক্লাস এবং মিটিং গুলোতে জয়েন করতে। আবার মাঝেমাঝে মনে হতো, আমার স্ক্রিণকাস্ট গুলোতে আরেকটু পার্সোনাল টাচ দিতে যদি ওয়েবক্যাম অন করে নিজেকে দেখিয়েই কিছু অংশ রেকর্ড করি — তাহলে হয়ত আমার অডিয়েন্সের কাছেও ব্যাপারটা ভালো লাগবে।
কিন্তু সমস্যাটা বাঁধলো কোন ব্রান্ডের কেমন ওয়েবক্যাম কিনলে ভালো হবে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে!
দেখলাম মোটামুটি বাজেটের মধ্যে ৪-৫ হাজার টাকা খরচ করলে বাজারে যেসব ওয়েবক্যাম পাওয়া যায় তার চেয়ে ২০১৪-২০১৫ সালের সময়কার নোকিয়ার একটু দামী ফোন গুলোর ক্যামেরার কোয়ালিটি আরো ভালো ছিলো। আবার এই মুহূর্তে নতুন ওয়েবক্যাম ইউজার হিসেবে ওয়েবক্যামের পেছনে বেশী টাকাও নষ্ট করতে ইচ্ছে করলো না। তখনই আমার নজর পড়লো হাতে থাকা স্মার্টফোনটার দিকে…
হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। ভাবলাম, যদি কোনোভাবে হাতে থাকা স্মার্টফোনটাকেই ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায়, কেমন হয়? এমনিতেই আমার ফোনের পেছনের বা রিয়ার ক্যামেরা মাত্র ৮ মেগাপিক্সেলের। এটাকে ওয়েবক্যাম বানাতে পারলে অবশ্য মন্দ হবে না। বা এটা কি আদৌ সম্ভব? হয়ত, হতেও পারে!
যেই ভাবা সেই কাজ। অনলাইনে খোঁজাখুঁজি করে জানলাম Iriun Webcam নামের একটা সফটওয়্যার স্মার্টফোনে এবং পিসি তে ইন্সটল করে ওয়াইফাই কিংবা ইউএসবি কেবল এর মাধ্যমে সংযুক্ত করলে ফোনের ক্যামেরাকেই ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে। হলোও তাই! আমি কিছুদিন সন্তুষ্ট রইলাম এ নিয়ে, কয়েকটা ক্লাস এবং অনলাইন মিটিংও করলাম। কিন্তু কেনো যেনো মনে হতে থাকলো, ৮ মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে ভিডিও কোয়ালিটি আরেকটু ভালো এবং ঝকঝকে হওয়ার কথা। আমি হয়ত এর ফুল পটেনশিয়ালটা ব্যবহার করতে পারছি না কোনো কারণে!
মনে মনে সলিউশন খুঁজতে থাকলাম। Iriun Webcam এর চেয়েও ভালো অল্টারনেটিভ খুঁজতে খুঁজতে একদিন চায়ের দোকানে আড্ডা দিতে দিতে বন্ধু মাহিমের নতুন Honor X9B ফোনে একটা ইন্টারেস্টিং অ্যাপের আইকন দেখতে পেলাম যেটা দেখতে অনেকটা ফোনের ক্যামেরা অ্যাপের মত। আমি ভাবলাম হয়ত গুগল ক্যামেরা অ্যাপের মত এটাও হয়ত তেমন কিছুই হবে। আবার নামও দেখলাম Camo Camera লেখা।
বন্ধুকে এক কাপ দুধ চা আর কেক এর লোভ দেখিয়ে সাথে সাথেই বাগিয়ে নিলাম অ্যাপের ব্যাপারে নানান তথ্য যেটা আপনাদের সাথে ফ্রিতেই শেয়ার করতে যাচ্ছি এক্ষুনি! (না, আমাকে চা বা কেক কিছুই খাওয়াতে হবে না)
বাসায় এসে সিরিয়াসলি বসে গেলাম Camo Camera অ্যাপকে নিয়ে পড়াশোনা করতে। মাহিম বলেছিলো এই অ্যাপটা ফোনে এবং পিসিতে এর সফটওয়্যারটা ইন্সটল করে কানেক্ট করে নিতে পারলে ফোনের ক্যামেরাকেই ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করে একদম ক্লিয়ার এবং HD কোয়ালিটিতে ভিডিও করা যাবে। এছাড়াও এটা উইন্ডোজ এবং ম্যাক দুই প্লাটফর্মেই একদম ফ্রিতে ব্যবহার করা যাবে। Iriun Webcam এ যেমন ভিডিওতে ওয়াটারমার্ক দেখাতো, এটাতে সেরকম কোনোই ঝামেলা নেই।
সব কিছু সেটাপ করে দেখলাম আসলেই ঘটনা সত্যি! শুধু এটাই না, বরং ভিডিওর ফোকাস কন্ট্রোল করা থেকে শুরু করে বিভিন্ন কালার প্রোফাইল সেট করা, ভিডিও জুম করা, কালার কোয়ালিটি, হিউ, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ইত্যাদি বাড়ানো-কমানো সবই করা যায়! এমনকি, ডেস্কটপের অ্যাপের মধ্যে থেকে ভিডিও রেকর্ডিংও করা যায়। আমি আমার OBS Studio তে সেটআপ করে দেখলাম বেশ ভালোভাবেই সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করছে। আর ভিডিও কোয়ালিটি? ওফ দাদা সে কী বলবো! ফোনের ক্যামেরা থেকে ভিডিও করলে যেমন কোয়ালিটিতে দেখা যায়, একদম তেমনই!
আশা করছি আজকের এই ছোট্ট প্রোডাক্টিভিটি টিপস আপনার কোনো না কোনো কাজে আসবে। সময় করে পড়ার জন্য ধন্যবাদ!
ভালো থাকবেন।
প্রয়োজনীয় লিংক সমূহঃ