২০২৩ সালে জুন মাস থেকে শুরু করেছিলাম কোডিং দুনিয়ার জার্নি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে জীবনে কোডিং কী সেটা জানতাম না অবশ্য আলিমে ICT বই থেকে পরবর্তী সময় জানতে পেরেছি শিখতে শিখতে হঠাৎ বোর্ড পরিক্ষা চলে আসে তখন পড়াশোনায় মন দেই তখন পর্যন্ত Html css শেখা শেষ পরীক্ষা শেষ করে javascript দেখে মন দেই হঠাৎ টাকা পয়সার প্রয়োজন তাই ওয়ার্ডপ্রেসে page builder elementar দিয়ে সকল ডিজাইন করতে পারি আলহামদুলিল্লাহ মানে কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি করতে পারি ১০ টা লাইফ প্রোজেক্ট ও করেছি পরামর্শ চাই কোন দিকে হাটবো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নাকি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে?
পেজ বিল্ডার দিয়ে কোডলেস ডিজাইন করা যায় কিন্তু সেখানে অনেক সীমাবদ্ধতা আছে। কঠিন, এনিমেটেড, কার্ভড এডভান্সড ডিজাইন গুলা করা অনেক ক্ষেত্রেই অসম্ভব। তার উপর ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ইউনিকনেস, ফাংশনাল ব্যাপার সেপারের জন্য কাষ্টম ডিজাইন বা কোডিং করতে হয়। WordPress বিশাল একটা প্লাটফর্ম এখানে কাজের অনেক ক্ষেত্র আছে। শুধু থিম কাস্টমাইজ করে লেখা ছোট বড়, টেক্সট চেন্জ করলেই ওয়ার্ডপ্রেস ডেভলপার হয় না। আপনি চাইলে পি এইচ পি প্রোগ্রামিং শিখে থিম, প্লাগিন, পেজ বিল্ডারের এডঅনস ডেভোলপ করতে পারেন।
আপনি জাভাস্ক্রিপ্ট ভালো পারেন সেটা আপনার জন্য বোনাস পয়েন্ট। কেনোনা আপনি যখন কাস্টম ফিচার তৈরি করতে যাবেন তখন আপনাকে অনেক জাবাসক্রিপ্ট কোড লিখতে হতে পারে।
Frontend developer and WordPress page builders are two completely different things. Try to understand what frontend is first. Then you will never say 'we can do everything with page builders.
By frontend - You can create/manufacture new design (You have no limitations)
By page builders - You can use already created design (You have huge limitaions)
Frontent is a vast things in the world, why do you mix it with just WordPress page builders?