Focus on one thing

আমরা যেই Client দের জন্য কাজ করি, দেখবেন অনেকেই Internet এর Basic জিনিস গুলোই জানেনা।

কিন্তু তারা আমাদেরকে Hire করে কাজটা করে নিচ্ছে। আর তারা সেই পর্যায়ে পর্যন্ত যেতে পেরেছে শুধুমাত্র 1টা জিনিসে Focus করার কারণে।

:cyclone:যদি বাইরের দেশের Culture দেখেন তারা খুব কম সময়ে Business করতে Involved হয়ে যায়, ভাঙ্গারি বিক্রি করে হলেও তারা শুরু করে দেয়।

:cyclone:যখন 1টা Business করে তখন সেটা নিয়েই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। আশেপাশে কি হচ্ছে সেগুলো দেখলেও, সে যেটা করতেছে সেটাতেই মনোযোগ দেয় সেটাতে Involved থাকে।

:cyclone:এজন্য তারা 6 মাস থেকে 2 বছরের মধ্যে ভালো 1টা Business তৈরি করে ফেলে, সেটা যখন 1টা Company এর মত Organized হয়ে যায়, তখন তারা অন্য আরেকটা Company শুরু করে দেয়।

যে কোন 1টা Skill, 1টা Industry বা 1টা Service-

  • আপনি এটার যত Deep Down যাবেন,
  • যত Expert হবেন দেখবেন Competitor কমে আসতেছে।
  • Market এ Well-known হচ্ছেন
  • And আপনাকে লোকজন Recommend করছে।

:speech_balloon:এটা শুরুতেই হয় না, Market এ কয়েক বছর থাকার পর হয়।

এখানে আমরা যে ভুলটা করি,

  • 6 মাস 1 বছর কোন 1টা Service থেকে Result কম পেলে
  • Move করে আরেকটা Service বা Skill এ চলে যাই।
  • যার কারণে সেটাতে আরো 6 মাস 1 বছর Loss হয়।
  • যে সময়টা আমি আগের কাজটাতে দিলে হয়তো
  • আমার Result গুলো Multiply করতে পারতাম।

:star:Service Skill থেকেও সবচেয়ে বেশি যেটা Important সেটা হলো Manage করতে পারা।

কিছু লাগবে নাকি সেটা Identify করতে পারা, আর সেটাকে কারো মাধ্যমে করিয়ে নিতে পারা।
:speech_balloon: শুরুতে কিছু Loss হবেই, আর সেই Loss করার মত Mentality থাকা লাগবে।

4 Likes