Flutter State Managment

Flutter এ কে কোন state management ব্যবহার করেন? চলুন, এ নিয়ে একটু আলোচনা করি!

1 Like

আলোচনা শুরু করতে হলে তো আপনাকেই শুরু করতে হবে তাই না? আপনি নিজে কিভাবে ব্যবহার করেন সেটা লিখতে পারেন, তাহলে দেখবেন অনেকেই আলোচনা করতে আগ্রহী হবে।

1 Like

ধন্যবাদ, @rasel vai ! আমি সাধারণত GetX এবং Provider ব্যবহার করি, কারণ এগুলো আমার জন্য সহজে মানিয়ে নেওয়া এবং প্রোজেক্টে দ্রুত প্রয়োগ করা যায়। GetX ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট ও রাউটিং-এর জন্য কার্যকর, আর Provider দিয়ে আমি নির্দিষ্ট ডেটা সুনির্দিষ্টভাবে শেয়ার করতে পারি। তবে, Bloc এবং Riverpod এর মতো আরও শক্তিশালী প্যাকেজগুলোরও অনেক ফিচার আছে, যা বড় প্রোজেক্টে দরকার হতে পারে। আশা করি, সবাই তাদের পছন্দের state management নিয়ে মতামত শেয়ার করবেন, এতে আমাদের সবার জন্যই শেখার সুযোগ থাকবে।

1 Like

আপনারা যারা Flutter নিয়ে কাজ করেন, তারা কোন state management ব্যবহার করেন? জানালে ভালো হয়, তাহলে আমরা বুঝতে পারবো কোন state management বেশি কার্যকর এবং কার জন্য কোনটি উপযোগী।

ফ্লাটারের লোকজন এখানে কম :confused:

1 Like

আমি এখনো বিগিনার স্টেজে বাট Getx টা ইউজ করি।
সামনে প্রোভাইডার, ব্লক শেখার ইচ্ছা আছে।

1 Like

Getx er kuno help lagle bolben…solve korar try korbo…

1 Like

somossa nai vai…flutter er jei poriman demand barteche din din …koyekdin er mordhe flutter er lok jon o dekhte paben ekhan e …