Facebook ID Disabled

আমার কাছের এক ভাইয়ের ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে কয়েকদিন আগে। উনার ব্যবসার বড় একটা পার্ট উনার ফেসবুক আইডি থেকে পরিচালিত হয়।

আপনার জানা কোন বিশ্বস্ত সার্ভিস থাকলে মেনশন করে দিবেন প্লিস যারা আইডি রিকভার করে দিতে হেল্প করে। ধন্যবাদ।