.env ফাইল থেকে user এবং pass কল করলে কাজ করতেছে না ।

আমি .env ফাইলে
user=abcd এবং password= 12345

এই রকম করে রেখে যখনি আলাদা পাইথন ফাইলে কল করতেছি নিচের মতো করে তখন user এবং password কাজ করতেছে না ।

from decouple import config

WP_USER = config(‘user’)
WP_PASSWORD = config(‘password’)

এইভাবে কল করেছি user এবং password কাজ করেছে না কিন্তু যখন নিচের মতো কল করি তখন ঠিক মতো কাজ করে ।
WP_USER = abcd
WP_PASSWORD = 12345

এই ঝামেলা কিভাবে সমাধান করা যাবে ।

সমস্যার সমাধান হয়ে গেছে । সবাইকে ধন্যবাদ

1 Like

পাইথন প্রজেক্ট নাকি ওয়ার্ডপ্রেস?

1 Like

ভাই Same Directory তে আছে কিনা একটু চেক করবেন

কোটেশন গুলো চেক করবেন

Decouple Package Re Install করবেন

1 Like

ভাই পাইথন প্রোজেক্ট।
ওয়ার্ডপ্রেস এপিআই দিয়ে পোস্ট দিবো ।

ভাই Decouple এবং dotenv দিয়ে ট্রাই করেছি কাজ করে না ।